ভারতের গুজরাটের রাজকোটের গেমিং জোনে ভয়াবহ অগ্নিকান্ডে মৃতের সংখ্যা আরও বাড়ল। রবিবার (২৬ মে) সকালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২ এ।
মৃতদের মধ্যে ৯ জন শিশু। হাসপাতালে চিকিৎসাধীন অনেকেই। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছে গেমিং জোনের মালিক ও ম্যানেজার। সিট গঠন করে তদন্ত চলছে। শনিবার (২৫ মে) সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে গুজরাটের রাজকোটের টিআরপি গেমিং জোনে।
মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা এবং আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।
কিভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। তবে গেমিং জোন রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগ উঠেছে।
দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।