উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, উপজেলা ভোটে অংশ নিতে এবার প্রার্থীদের জন্য অনলাইনে মনোনয়নপত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ফলে প্রথম ও দ্বিতীয় ধাপের মত তৃতীয় ধাপেও সকল প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন। তফসিল অনুযায়ী আগামী ২৯ মে এ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৫ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ৬ মে থেকে ৮মের মধ্যে রির্টানিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। প্রার্থীতা প্রত্যাহরে শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১২ মে। ১৩ মে বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ ও ২৯ মে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম প্রিন্স।
উক্ত অবহিতকরণ অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন, সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার (অতিঃ দাঃ) মোহাম্মদ ফারুক মিয়া, সহকারী নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান প্রমুখ। এছাড়াও চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীগণ সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।