র্যাব তাঁর প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাসবাদ, মাদক, অস্ত্র, অপহরণ,চোরাচালান, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। র্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায়, র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. তারিখ বিকাল অনুমান ১৭.৪৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন রহমতপুর বাইপাস মোড় সংলগ্ন রুবেল মিয়ার টং দোকানের সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে প্লাস্টিকের টুলের ভিতর বিশেষ কায়দায় রক্ষিত ৪১ কেজি মাদকদ্রব্য গাঁজা‘সহ মাদক ব্যবসায়ী ১। পাপন হোসেন (৩৫), পিতা-মোঃ সেকান্দার আলী, সাং-আলম নগড় (মিয়া বাড়ী),থানা-গোপালপুর,জেলা-টাঙ্গাইল, ২। দুলন কর (২০), পিতা- মিলন কর,সাং-বোলাছড়া (চা বাগান), থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজারদ্বয়কে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ৪১ কেজি মাদকদ্রব্য গাঁজা, ৪৫ পিস প্লাস্টিকের টুল ও ০২ টি মোবাইল ফোন উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৮,২০,০০০/-(আট লক্ষ বিশ হাজার) টাকা।
এ ঘটনায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়েরর্পূবক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।