ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ০৮/০২/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৬ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) কুমোদলাল দাস সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা
করিয়া দস্যুতা মামলার আসামী ১। সাদিব হাসান তানজিল (২৩), পিতামৃত-আজগর আলী,
মাতা-ফরিদা পারভীন, সাং-আকুয়া দক্ষিনপাড়া, ফিরোজ লাইব্রেরী মোড়, ২। জাহিদ
আহম্মেদ সিহাব (২২), পিতা-আবুল হোসেন, মাতা-শাহনাজ বেগম, সাং-আকুয়া
নম্বরীবাড়ী, ৩। মোঃ রিমন আহম্মেদ শান্ত (২০), পিতা-আঃ রশিদ, মাতা-রাজিয়া খাতুন,
সাং-আকুয়া দক্ষিন পাড়া ইসলামী একাডেমী রোড, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-
ময়মনসিংহদেরকে কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) মোঃ হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান
পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ সুজন মিয়া (৩০), পিতা- আব্দুর
রহমান, সাং- চর জেলখানা ও ২। আরিফুল ইসলাম (২৯), পিতা- আইনুল হক, সাং-
খাগডহর ঘুন্টি, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে ময়মনসিংহ জেলার
কোতোয়ালী মডেল থানাধীন কোতোয়ালী থানাধীন খাগডহরস্থ সি এন্ড বি মোড় সংলগ্ন
পাকা রাস্তার উপর হইতে গ্রেফতার করেন এবং তাহাদের নিকট হইতে ৪২ পিস
ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন।
এসআই(নিঃ) মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা
করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ টিটু (৫০), পিতামৃত-সুলতান আহম্মেদ,
মাতামৃত-খুদেজা খাতুন, সাং-১৯/১ নন্দীবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে
ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন থানাধীন নন্দীবাড়ী মোড় সরকারী পাকা
রাস্তার উপর হইতে গ্রেফতার করেন ।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে
প্রেরন করা হইয়াছে।