বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে ছাত্রীদের চলমান আবাসন সংকট নিরসনে একটি নতুন ছাত্রী হল নির্মাণ সম্পন্ন হয়েছে। বুধবার ০৫ ফেব্রুয়ারী,২০২৫ দুপুর ১২.০০টায় ‘কৃষিকন্যা হল’ নামের ছাত্রী হলটির শুভ উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। তিনি একই সাথে উক্ত হলের ৫তলা ছাত্রী ভবনের সম্প্রসারণ কাজেরও উদ্বোধন করেন। পরে তিনি উক্ত হল এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন । এসময়ে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কৃষি অনুষদীয় ডিন প্রফেসর ড. জি.এম মুজিবর রহমান,ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড.মো: শহীদুল হক,কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো: সামছুল আলম,শিক্ষক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড.মো: রফিকুল ইসলাম সরদার এবং প্রফেসর ড.মো: আসাদুজ্জামান সরকার, বাউরেস পরিচালক প্রফেসর ড.মো: হাম্মাদুর রহমান,রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো:হেলাল উদ্দীন,পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. জোয়ার্দার ফারুক আহমেদ,ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির,প্রফেসর ড. মো: মোজাম্মেল হক,কৃষিকন্যা হলের প্রভোস্ট প্রফেসর ড. আনিসুজ্জামান, সোনালী দলের সভাপতি প্রফেসর ড.আলী রেজা ফারুক, সাধারণ সম্পাদক প্রফেসর ড.আহমদ খায়রুল হাসান, প্রধান প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমান,অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুহাঃ এনামুল হক সহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রীবৃন্দ।
উল্লেখ্য , দশ কোটি অস্টাশি লক্ষ টাকার কার্যাদেশকৃত এই নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাল্টিপ্লেক্স এন্টারপ্রাইজ -মেসার্স এস আলম কন্সট্রাকশন এবং এর তত্ত্বাবধানে রয়েছেন বাকৃবির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুহাঃ এনামুল হক।