গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া
মোট ০৬ জন আসামী গ্রেফতার করা হয়।
র্যাব-১৪ এর অফিসার সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক
মামলার আসামী ১। মোঃ আকাশ হোসেন (২৩), পিতা- মোঃ জনাব আলী, মাতা- মোছাঃ শরীফা আক্তার, সাং-উজান
বাগড়া (কশাইবাড়ি), ২। মোঃ সজল হাসান শান্ত (২৪), পিতা-মৃত ইকবাল, মাতা- মৃত স্বপ্না, সাং- আকুয়া জুবলী
কোয়ার্টার, উভয় থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে কোতোয়ালী মডেল থানাধীন নাসিরাবাদ কলেজ রোড
হাজী সাহাব উদ্দিন মার্কেটের বাধন এন্টারপ্রাইজ এর সামনে হইতে গ্রেফতার করেন এবং তাহাদের নিকট
হইতে ১০০ পিস ইনজেকশন উদ্ধার করেন।
র্যাব-১৪ এর অফিসার সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক
মামলার আসামী ১। মোঃ সাহাদুল ইসলাম কালু (২৬), পিতা-শফিকুল ইসলাম, মাতা-অজুফা খাতুন, সাং-খাগডহর
ঘুন্টি, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী থানাধীন খাগডহর ঘুন্টি সাকিনস্থ ব্রহ্মপুত্র নদের
দক্ষিনপাড় আব্দুল কাইয়ুম সরদারের বাড়ির সামনে কাচা রাস্তার উপর হইতে গ্রেফতার করেন এবং তাহার
নিকট হইতে ৬০ পিস টেপেন্ডা ট্যাবলেট উদ্ধার করেন।
ইহাছাড়াও এসআই (নিঃ) মাসুদ জামালী, এএসআই (নিঃ) সাইফুল ইসলাম, সুকান্ত দেবনাথ
থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৩টি পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতার করেন।
পরোয়ানাভূক্ত আসামীর নাম ও ঠিকানা
১। মো: ইসলাম উদ্দিন মীর ওরফে অংক (৫৩), পিতা-মৃত আলাউদ্দিন মীর ওরফে আলো ফকির, স্থায়ী: গ্রাম-
রঘুরামপুর (মধ্যপাড়া) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ
২। হামিদা খাতুন লিপি, পিতা-/স্বামী: কামাল মিয়া, স্থায়ী : গ্রাম- খাগডহর (পার্ট) (ভূমি অফিস সংলগ্ন) ,
উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ
৩। জনি মিয়া (৩৫), পিতা-মোঃ ইউসুফ মিয়া, স্থায়ী: (সাং- চরপাড়া কফিক্ষেত রুবেলের বাড়ীর সাথে ,
উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন
করা হইয়াছে।