গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া
মোট ০৭ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্স থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার
আসামী ১। মোঃ সামি (১৮), পিতামৃত-লাল মিয়া, মাতা-মোছাঃ আমেনাম সাং-দাপুনিয়া কসাইবাড়ী থানা-
কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া বাইপাস এলাকা হইতে গ্রেফতার করেন
।
ইহাছাড়ও এসআই (নিঃ) সাইফুল ইসলাম, এএসআই (নিঃ) রাকিবুল ইসলাম, কামরুল ইসলাম, আবু সায়েম,
ওমর ফারুক, হাবিবুর রহমান প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৬টি পরোয়ানা
গ্রেফতার করেন।
পরোয়ানাভূক্ত আসামীর নাম ও ঠিকানা-
১। মোঃ আবু রায়হান, পিতা-মোঃ শহিদুল ইসলাম, স্থায়ী : গ্রাম- মাসকান্দা (গণসার মোড় (মাসকান্দা) ,
উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ
২। Munjurul Haque (), পিতা-Muzammel Hoque, স্থায়ী: (Agent Banking, Maskanda
Passport office) উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,
৩। সজীব (২৬), মফিজ উদ্দিন, গ্রাম-চর গোবিন্দ, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –
ময়মনসিংহ,
৪। পলি আক্তার , পিতা-/মোঃ মামুন মিয়া, স্থায়ী : (সাং: আকুয়া দক্ষিণ পাড়া) , উপজেলা/থানা-
কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ
৫। মোহাম্মদ আলী ওরফে নুর মোহাম্মেদ, পিতামৃত-রনসু মামুদ ওরফে হাজিরন মাসুন সরকার, সাং-মোদারপুর
উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ
৬। তৌকির আহম্মেদ, পিতা-মোহাম্মদ আলী ওরফে নুর মোহাম্মদ, সাং-মোদারপুর উপজেলা/থানা- কোতোয়ালী
মডেল, জেলা -ময়মনসিংহ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা
হইয়াছে।