নোয়াখালীর হাতিয়ায় বঙ্গোপসাগরে এমভি মৌমনি নামে একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে দ্বীপ উপজেলা হাতিয়ার পূর্ব দিকে ভাসান চরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
এই রিপোট লেখা পর্যন্ত জাহাজের ১২ নাবিক নিখোঁজ রয়েছে বলে নিশ্চিত করেন বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়ার নৌ পুলিশের ইনচার্জ মো. মেহেদী জামান।
হাতিয়ার নৌ পুলিশের ইনচার্জ মো. মেহেদী জামান ইত্তেফাক অনলাইনকে বলেন, ওই জাহাজের নাবিকেরা ডুবে যাওয়ার সময় ৯৯৯ এ ফোন করে তাদেরকে উদ্ধারের জন্য সাহায্য চাই। পরে ৯৯৯ থেকে আমাকে কল করা হয়। আমি নৌ পুলিশ নিয়ে প্রচণ্ড স্রোতের মধ্যে কার্গো জাহাজের নাবিকদেরকে উদ্ধারের জন্য চেষ্টা করি। কিন্তু প্রচণ্ড স্রোতের কারণে উদ্ধার অভিযান বন্ধ করে আমরা চলে আসতে বাধ্য হই। এখনো পর্যন্ত নিখোঁজ নাবিকদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে মোহাম্মদ ওহায়েদুল ইসলাম নামে জাহাজের মালিক পক্ষের একজন মোবাইলে জানান, বৈরী আবহাওয়ার কারণে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। ডুবে যাওয়ার প্রকৃত কারণ জানা যায়নি।