ঢাকা-ময়মনসিংহ রোডে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের নীচে পড়ে গিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায় একটি প্রাইভেটকারে। এসময় প্রাইভেটকারে থাকা শামীম পারভেজ (৩৫) নামে এক যুবলীগ নেতা নিহত হন।
এ ঘটনায় তার বন্ধু দ্বীপক (৩৫) গুরুতর আহত হয়েছেন। নিহত শামীম পারভেজ ত্রিশাল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আজহারুল ইসলামের বড় ছেলে এবং আহত দ্বীপক ত্রিশাল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। শামীম উপজেলা কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তবে বর্তমানে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়। দ্বীপক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ত্রিশাল থানা ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে শামীম পারভেজ তার বন্ধু ব্যাক্তিগত গাড়ি নিয়ে ময়মনসিংহ যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের নীচে পড়ে যায়। গাড়িটি সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এসময় গাড়িতে আগুন ধরে যায়। পরে এলাকাবাসী গাড়িতে থাকা শামীম পারভেজ ও তার বন্ধু দ্বীপককে শোচনীয় অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীম পারভেজকে মৃত ঘোষণা করেন।
ত্রিশাল থানার ওসি কামাল হোসেন জানান, দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে এবং নিহতের চাচা ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।