সক্রিয় সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব, নেত্রকোণা জেলা শাখা মহান বিজয় দিবস উপলক্ষে কালেক্টরেট প্রাঙ্গণে স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে।
সোমবার ১৬ ডিসেম্বর সকাল ৭ ঘটিকায় কালেক্টরেট প্রাঙ্গণে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস ক্লাব, নেত্রকোণা জেলা শাখার উপদেষ্টা মণ্ডলীর সদস্য যথাক্রমে প্রবীণ সাংবাদিক অরবিন্দ ধর, হাওর বন্ধু ইকবাল হোসেন, মো: হাবিবুর রহমান, ব্যাংক কর্মকর্তা, আইন উপদেষ্টা অ্যাডভোকেট জহিরুল ইসলাম রানা, সাখাওয়াত হোসেন মাস্টার, সাংবাদিক পিয়াস আহমেদ এবং বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ বিভাগীয় ও নেত্রকোণা জেলা সভাপতি শামীম তালুকদার, সাধারণ সম্পাদক, মহিউদ্দিন তালুকদার, সহ-সভাপতি যথাক্রমে নূর উদ্দিন মন্ডল দুলাল, তরিকুল আলম জামাল, সাংগঠনিক সম্পাদক তানজিলা আক্তার রুবী,সদর উপজেলা শাখার সদস্য সচিব সাংবাদিক সারোয়ার হোসেন,বারহাট্টা উপজেলা আহ্বায়ক প্রভাষক ও সাংবাদিক সুমন আহমেদ প্রমুখ।
উল্লেখ্য যে, বাংলাদেশ প্রেস ক্লাবের মূল লক্ষ্য “জনস্বার্থে সাংবাদিকতা, সাংবাদিকতায় নিরাপত্তা। ” বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খান। যার গভ: রেজি: নং -৯৮৭৩৬/১২।