ময়মনসিংহে’র ত্রিশালে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)’র অনুমোদনহীন পিউ কসমেটিকস নামের একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। অভিযানে অনুমোদনহীন কসমেটিকস কোম্পানিকে একলক্ষ টাকা জরিমানা সহ অনুমোদনহীন কোম্পানী’র মালামাল জব্দ করে ডাম্পিং জোনে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ এর নির্দেশনায় রবিবার(১০ই নভেম্বর) দুপুর ২টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত উপজেলা’র সাখুয়া ইউনিয়নে’র নওপাড়ায় সহ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান জানান, বিএসটিআইয়ে’র অনুমোদন ছাড়াই পিউ কসমেটিকস নামে একটি প্রতিষ্ঠান বেশ কিছুদিন ধরে টয়লেট সোপ, স্ক্রীন ক্রিম ইত্যাদি পণ্য তৈরী ও প্যাকেজিং করে আসছে। বিএসটিআই টিমে’র ফিল্ড অফিসার শাওন কুমার ধর (আবীর) বিএসটিআই আইন, ২০১৮ এর ১৫ (১) ধারা লংঘনে’র অভিযোগ দায়ের করে এবং অভিযোগ আমলে নিয়ে বিএসটিআই আইনের ১৫(১) ধারা লঙ্ঘনে’র জন্য একই আইনের ২৭ ধারায় এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এবং জব্দকৃত মালামাল বিধি মোতাবেক ধ্বংসের জন্য বিএসটিআইয়ে’র ফিল্ড অফিসারকে নির্দেশনা প্রদান করে। পরবর্তীতে পৌরসভা’র ডাম্পিং জোনে জনসম্মুখে জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ জানান, বিএসটিআইয়ে’র অনুমোদনহীন পিউ কসমেটিকস নামে’র প্রতিষ্ঠানে পণ্য তৈরী ও প্যাকেজিং করে বাজারজাত করা হয় এমন তথ্যের ভিত্তিতে অভিযানের নির্দেশ প্রদান করা হয়। অভিযান চালিয়ে অর্থদন্ড করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনে’র এ কার্যক্রম অব্যাহত থাকবে।ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ত্রিশাল থানা পুলিশের একটি টিম সহযোগিতা প্রদান করে। তিনি আরো জানান-ত্রিশালের সর্বসাধারণকে ভেজালমুক্ত করতে ও তাদের সুরক্ষিত রাখতে সকল সেক্টরকে ভেজালমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ভেজাল মুক্ত উপজেলা প্রশাসন উপহার দিতে তথ্য দিয়ে সহযোগীতা করতে তিনি সকলের সার্বিক সহযোগীতা প্রত্যাশা করেন।