নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা শাখা ও পৌর শাখার আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
রবিবার ১১টায় মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম সংলগ্ন মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোহনগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার এর সভাপতিত্বে মোহনগঞ্জ পৌর যুবদলের আহবায়ক মোঃ জহিরুজ্জামান খান রনি এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির আহবায়ক সেলিম কার্ণাায়েন ও পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুম বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে আ.খ.ম. শফিকুল হক, মোঃ সিরাজ উদ্দিন তালুকদার, মোঃ হাবিবুর রহমান দোহা, ভিপি জাহাঙ্গীর, মিহির গোস্বামী, মোঃ টিপু সুলতান, মোঃ গোলাম রাব্বানী পুতুল, নাজমুছ সাদী চৌধুরী অপু, মোঃ তোফাজ্জল হোসেন জীবন, ফয়সাল আহমেদ খোকন প্রমুখ বক্তব্য রাখেন।