ময়মনসিংহ সদরে চর নিলক্ষীয়া ইউনিয়ন এর মহজমপুর পূর্বপাড়া (মোড়ল বাড়ি) জমি সংক্রান্ত এবং পারিবারিক বিরোধ এর জের ধরে এক নিরীহ পরিবার এর বাড়ি ও দোকানে প্রতিপক্ষ আবুল হাশেম গংরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালিয়েছে । স্থানীয় ভাবে প্রভাবশালী হওয়ায় প্রতিপক্ষরা নিরীহ পরিবার এর বাড়িতে হামলা- ও ভাঙচুর চালায়। গত( ১৮ অক্টোবর ) রাতে মহজমপুর এলাকার মোহাম্মদ আফজাল হোসেন এর স্ত্রী রাজিয়া সুলতানা’র বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী রাজিয়া সুলতানা বাদী হয়ে জেলা ময়মনসিংহ ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় আবুল হাশেম, আঃ মোতালেব, মোঃ শামীম মিয়া কে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী রাজিয়া সুলতানা জানান, অভিযুক্তদের সাথে জমিজমা ও পারিবারিক বিষয়াদি নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। উক্ত বিষয় নিয়ে স্থানীয় দরবার শালিস করেও মীমাংসা না হওয়ায় পরবর্তীতে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি এবং আদালতে মামলা দায়েরের পর ও অভিযুক্তরা বিরোধ পূর্ণ জমি জোর পূর্বক বে দখল করার জন্য পায়তারা চালিয়ে আসছিলো।
এর জের ধরে ঘটনার দিন পূর্ব পরিকল্পিত ভাবে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়িতে প্রবেশ করে আমার নাম ধরে ডাকাডাকি ও অকথ্য ভাষায় গালাগালি করলে আমরা বাড়ির বাইরে এসে গালাগালি করার কারন জিজ্ঞেস করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে আমার দোকানসহ বসত বাড়িতে তার সাথে থাকা অপরাপর অভিযুক্ত সবাই মিলে দেশীয় অস্ত্র নিয়ে আমার দুই ছেলে রাহাত,ফাহাদ কে পিটিয়ে আহত করে এবং আমাকে টানা হেচড়া করে শ্লীলতাহানি করে এবং আমার পরিবারের লোকজন কে এলোপাতাড়ি মারধোর করে জখম করে। এ সময় বসত ঘর ও দোকানে অনধিকার প্রবেশ করে ঘরের মূল্যবান আসবাবপত্র ভাংচুর করে প্রায় ১০, ০০০ (দশ হাজার ) টাকার ক্ষয়ক্ষতি করে।
এ বিষয়ে আমার স্বামী মোঃ আফজাল মহামান্য আদালতে আমাদের পরিবারের সকলের জান ও জীবনে নিরাপত্তার জন্য একটি ০৭ ধারা মোকদ্দমা করেন যার মামলা নম্বর ৮৪৪/২০২৪ খ্রী. উক্ত মামলার নোটিশ আদালত থেকে সরকারি জারি গারদ পিয়ন আবুল হাসেম গং তাদের বাড়িতে এসে নোটিশ দিতে চাইলে তাকে সহ আমাদের পরিবারের উপর উপর অমানবিক অশ্লীল, অশালীন কুরুচিপূর্ণ গালিগালাজ করতে থাকে এমনকি পিয়নকেও গালিগালাজ করে বিতাড়িত করে দেয়, এবং প্রকাশ করে যে আমরা মোকদ্দমা না উঠালে আমার পরিবারের লোকজন কে খুন করে লাশ গুম সহ নিজেদের ঘরে নিজেরাই আগুন দিয়ে মিথ্যা মামলা দিয়ে দেশান্তর করার হুমকি প্রদান করে। প্রতিপক্ষের এই তান্ডবলীলা আশেপাশের লোকজন সহ ঘটনার প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান হাবু মড়ল বলেন,প্রতিপক্ষ সকল দিক দিয়ে শক্তিশালী হওয়ায় নিরীহ রাজিয়া সুলতানা এর পরিবার অসহায় জীবন যাপন করছে।
বিষয় টি নিয়ে আদালতে ৪৪৯/২০২৪ অন্য প্রকার মামলা চলমান অবস্থায় ভূমি খেঁকো চক্রটি যেন আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটাতে না পারে এবং বিরোধ পূর্ণ ভূমিতে কিছু করতে না পারে এ বিষয়ে বিজ্ঞ আদালতের প্রতি সু বিচার দাবি জানিয়েছেন আইনের প্রতি শ্রদ্ধাশীল ভুক্তভোগী পরিবার এবং স্থানীয় এলাকাবাসী। এ বিষয়ে জানতে অভিযুক্ত কাউকে বাড়িতে পাওয়া যায়নি। এঘটনায় জড়িতদের বিচার দাবী করেন ভুক্তভোগী রাজিয়া সুলতানা।