গত ১৫/০৯/২০২৪ খ্রি. তারিখ দিবাগত রাত অনুমান ১০.৩0 ঘটিকায় ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানাধীন ১২নং আছিম পাটুলি ইউনিয়নের আছিম বাজারে সুরুজ মিয়া পিতা-মৃত আমছার আলী ,আছিম পাটুলী (পূর্বটান পাড়া), থানা- ফুলবাড়ীয়া, জেলা- ময়মনসিংহ হত্যার ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের বড় ভাই মোঃ খোকন মিয়া ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৩, তারিখ-১৬/০৯/২৪খ্রি. ধারা-৩৪১/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। মামলা রুজুর পর র্যাব ছায়াতদন্ত শুরু করে এবং আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে দ্রুত কার্যক্রম শুরু করে।
এরই প্রেক্ষিতে, ২৩/১০/২৪ তারিখ সময় অনুমান ১৮:১০ ঘটিকায় র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহের একটি আভিযানিক দল, র্যাব-১১, সিপিসি-১ এর সহযোগীতায় নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ সুরুজ মিয়া , পিতা- মোঃ উছমান গণি, আছিম পাটুলী (পূর্ব টানপাড়া), থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ গত ০৪ অক্টোবর ২০২৪খ্রি. তারিখ অত্র মামলার এফআইআরভুক্ত ২নং আসামী মোঃ শাহজাহান ‘কে গ্রেফতার করে।
ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার নিমিত্তে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।