গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৪ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) টিটু সরকার সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোছাঃ লাভলী আক্তার লাইলী(৫০), স্বামীমৃত-সাইদুর রহমান জুলু মড়ল, সাং-কেওয়াটখালী প্রাইমারী স্কুল সংলগ্ন, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) রুবেল মিয়া সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ আজিজ (৪০), পিতা- মোঃ বারেক, মাতা- রেজিয়া বেগম, সাং/টি ৩৭ মালগুদাম রেল কলোনী থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) মাজহারুল ইসলাম সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অপহরন মামলার আসামী ১। ইকবাল হোসেন (১৯), পিতা- মোঃ বাহার উল্লাহ, মাতা- খতিজা রেগম, সাং-সবুলপুর, থানা-ফেনী সদর, জেলা-ফেনীকে গ্রেফতার করা হয় এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।
ইহাছাড়াও এএসআই মাহমুদুল হাসান জামান থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০১টি সিআর বডি তামিল করেন।
১। মোঃ শহীদ (৪০), পিতা-মৃত: আক্তার আলী, স্থায়ী : গ্রাম- চুরখাই (চুরখাই বাজার) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।