ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের বাঁশদী এলাকার নূরুল ইসলাম বাবুলের ছেলে ফয়সাল আহমেদের প্রায় ১৮ শতক জমির পানের বরজে লবণ ছিটিয়ে পান গাছ মে’রে ফেলার অভিযোগ উঠেছে।
শনিবার (৫ অক্টোবর) রাতে সম্পূর্ণ পানের বরজে দূ’র্বৃত্ত’রা লবণ ছিটিয়ে দিয়েছে বলে দাবী করেছেন ফয়সাল আহমেদ। তিনি জানান, সকালে তার বাবা বরজে গেলে দেখতে পায় লবণ ছিটানো। এতে পান গাছের পাতা ম’রে যাচ্ছে এবং গাছের গোড়া পঁচে যাচ্ছে। ফয়সাল আহমেদ জানান, দীর্ঘ ১৫ বছর ধরে পান উৎপাদন করে জীবিকা নির্বাহ করে আসছেন তারা যেখান থেকে প্রতি বছর প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকা মতো পান বিক্রি করা যেত এমন হিংসাত্মক কার্যক্রমে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে তার পরিবারের