র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। র্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় চাঞ্চল্যকর অপরাধ দমনের লক্ষ্যে অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সমাজ তথা দেশকে নিরাপদ রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
উল্লেখ্য, গত ০৪ আগস্ট ২০২৪খ্রি. তারিখে সারাদেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্বতা পোষণ করে সাধারন শিক্ষার্থীদের সাথে ময়মনসিংহ জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আন্দোলনে অংশগ্রহণ করে। উক্ত ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর অতর্কিত গুলি বর্ষণ করেন মোঃ সাকিব (২২) ও মোঃ আতিক (২৬)।
গত ০৪ আগস্ট ২০২৪ ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর গুলি বর্ষণের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাপ্ত ভিডিওচিত্র থেকে শনাক্তকৃত গুলি বর্ষণকারী মোঃ সাকিব (২২) ও মোঃ আতিক (২৬) কে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব-১৪, সিপিএসসি ময়মনসিংহ গোয়েন্দা নজরদারি শুরু করে।
এরই ধারাবাহিকতায়, আসামিদ্বয়কে আইনের আওতায় আনার জন্য র্যাব তথ্য প্রযুক্তি ও সোর্সের সহায়তায় বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে উক্ত তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ০১ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখ রাত্রি ০৫.০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন বাঘমাারা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সাকিব (২২), পিতা: মৃত গণি মিয়া , মোঃ আতিক (২৬) পিতা মোঃ আসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, আসামিদ্বয় ময়মনসিংহ কোতোয়ালী থানার মামলা নং-২৯, তাং-১৮/০৯/২০১৫খ্রি., ধারা -৩০২/১০৯/৩৪ দঃ বিঃ মামলার পলাতক আসামি। উক্ত হত্যার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যের্যাবের অভিযান অব্যাহত আছে।
উক্ত গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার নিমিত্তেী ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।