ত্রিশালে বানার নদ হতে রাব্বি হোসাইন (১৩) নামে এক যুবকের লাশঁ উদ্ধার ৷
রাব্বি হোসাইন (১৩) ৬ষ্ট শ্রেনির ছাত্র পেশায় অটো চালক । রাব্বি হোসাইন এর পিতার নাম ফজলুল হক মা রোজিনা আক্তার । এক ভাই এক বোনের মধ্যে রাব্বি বড় । রাব্বি ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের গুইলাকান্দা গ্রামের বাসিন্দা ।
ত্রিশালে বানার নদ হতে এক যুবকের লাশঁ উদ্ধার ৷
গতকাল বাড়ি থেকে অটো গাড়ি নিয়ে বাজারের উদ্দেশ্যে বের হয় তারপর তাকে আর খুঁজে পাওয়া যায় না । গতরাত থেকে খোঁজখুজির পর শুক্রবার জুম্মার নামাজের পর ত্রিশালের সাইনবোর্ড এলাকার বানার নদীর পাশ থেকে উদ্ধার করা হয় ।
এ ঘটনায় মাজহারুল ইসলাম অন্তর নামে ১ জনকে আটক করছে পুলিশ । আটককৃত মাজহারুল স্বীকার করেন অটো ছিনতাইয়ের জন্যই তাকে খুন করা হয় । তারা একই এলাকার বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে ।