এ যেন নতুন বাংলাদেশ,তারুণ্যের জোয়ারে নতুন সূর্য উঠেছিল লাল সবুজের দেশে আজ ৩ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে সে পতাকা্ই উড়লো ইতিহাস লিখে।
পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ যা হয়নি কখনো সে নতুন কীর্তি মিরাজ লিটন নাহিদ রানাদের হাত ধরে। ১৮৫ রানের লক্ষ্য নিয়ে পঞ্চম দিনে স্পর্শ করল মধ্যাহ্ন বিরতির পরেই দেশের বাইরে তৃতীয় সিরিজ আর দ্বিতীয়বারের মতো হোয়াইটওয়াশ এর স্বাদ পেল বাংলাদেশ।
রশিদ রকিব বলেছিলেন, বৃষ্টি নাকি সিরিজটা বাঁচাতে পারে বাংলাদেশের অথচ পঞ্চম দিনের কালো মেঘ বন্ধু হতে এসেছিল পাকিস্তানের। সেই মেঘ সরিয়ে সাদমান আর জাকির শুরুর সময়টা সামলেছেন বেশ তবে জকির ৪০ রানে ফিরলে প্রথম উইকেটের পতন আরেক ওপেনার সাদমান ও একই পথে তবে শংকার মেঘকে বৃষ্টি হতে দেননি নাজমুল হাসান শান্ত ও মমিনুলের ৫০ উর্ধ্ব জুটি। শান্ত যখন ৩৮ রানে ফিরলেন জয় তখন হাতের নাগালে, উরিয়ে মারতে গিয়ে মমিনুল ফিরলেও বাকি পথ পাড়ি দেন দুই অভিজ্ঞ কান্ডারি সাকিব ও মুশফিক। ১০ উইকেটে ১ম টেস্ট জেতার পর ২য় টাও টাইগাররা জিতল ৬ উইকেটে। সাথে বাংলাদেশ হয়ে গেল ২য় দল যারা ইংলেন্ডের পর ঘরের মাটিতে হোয়াইটওয়াশের লজ্জা দিলো পাকিস্তানকে।