গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল ।
স্টাফ রিপোর্টার : মমতা বেগম পপি
-
আপডেটের সময় :
রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
-
১৭৬
টাইম ভিউ :
বিএনপির ৪৬ তমা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ । রোববার (১ সেপ্টেম্বর) ময়মনসিংহের বিএনপি’র দলীয় কার্যালয়ে এক বিরাট মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএনপির ৪৬ তমা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল ।
দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে দলটি এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পাঁচ দিন থেকে কমিয়ে এক দিনে নিয়ে এসেছে। এই চার দিনের কর্মসূচিতে যে অর্থ খরচ হতো সেটি ত্রাণ তহবিলে খরচ করার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।
১৯৭৮ সালের পয়লা সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদীদের ’যূথবদ্ধ শক্তিমঞ্চ’ হিসেবে এই দল গঠন করেন। প্রতিষ্ঠার পর সাড়ে চার দশকের মধ্যে গত দেড় যুগ ধরে সবচেয়ে ভয়াবহ ক্রান্তিকাল পেরিয়ে ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর এক অসামান্য সুবর্ণ সময়ের পটভূমিতে ফিরে এসেছে বিএনপি। মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ে গত সাড়ে ছয় বছর কারারুদ্ধ থাকার পর দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্তর্বর্তীকালীন সরকার মুক্তি দিয়েছে।
দলের কাণ্ডারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে রাজনৈতিক প্রতিহিংসায় যে গায়েবি-বানোয়াট ও মিথ্যা মামলার পাহাড় ছিল তা ন্যায়বিচারে ক্রমশ খালাস দিচ্ছেন আদালত। এখন ফ্যাসিবাদ মুক্ত পরিবর্তিত পরিস্থিতিতে তারেক রহমানের প্রত্যাবর্তনের প্রতীক্ষায় প্রহর গুনছেন দেশবাসী।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম । মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক ওহাব আকন্দ , এবং মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আমজাদ আলী, মহানগর বিএনপির সম্পাদক মন্ডলীর সম্পাদক শামীম আজাদ।
আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন
এই বিভাগের আরো খবর