১৫ আগস্ট থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ফজলুল হক হলের কিছু সংখ্যক সাধারণ শিক্ষার্থীরা ডাইনিং চালু করেছেন।
১০০ টাকায় তারা দুইবেলা খাচ্ছেন। স্বাদ ও মানে ব্যাপক পরিবর্তন হয়েছে বলছেন শিক্ষার্থীরা। আজকে (১৭ আগস্ট) ১০০ টাকাতেই দুপুরের আয়োজন ছিলো কোয়ার্টার সাইজের মুরগীর পিচের রোস্ট, পোলাও, ডাল দিয়ে মুরগীর (কলিজা+গলা) এবং সবজি। এর সাথে রাতেও থাকছে ভাত, ডাল, মুরগি/ডিম এবং ভর্তা। হঠাৎ এমন খাবারে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বসিত হতে দেখা যায়। ডাইনিংয়ে ছিলো রীতিমতো ভীড়। শিক্ষার্থীরা সবাই হলে আসলে খাবারের মান আরও ভালো হবে বলে আশাবাদী সবাই।
উল্লেখ্য, আগে ডাইনিং নিয়ন্ত্রণ করতো ছাত্রলীগের নেতারা। তারা ডাইনিংয়ের টাকা নিজেরা ভোগ করতো। এতে ডাইনিংয়ের খাবারের মান ছিলো নিম্ন। কেউ খেতে চাইতো না। জুনিয়রদের জোর করে ডাইনিংয়ে খাওয়ানো হতো।