শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম:
ঈশ্বরগঞ্জে বেসিক ব্যাংকে ডাকাতির চেষ্টা,অতঃপর ফেলানী হত্যায় ভারত ও শেখ হাসিনা দায়ী – রাশেদ প্রধান ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ০৬/০১/২০২৫ তারিখ গ্রেফতার ০৫ জন। চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট চাঁদগাঁও থানাধীন এক কিলোমিটার ভি আই পি ক্লাবে বিকাল ৩ ঘটিকার সময় জাতীয়তাবাদী নারী অধিকার ফোরাম কতৃক আয়োজিত নারী সমাবেশ অনুষ্ঠিত। ধান ক্ষেতে লাশ, মাত্র ২দিনে হত্যার রহস্য উদঘাটন করে আসামী গ্রেফতার করলো পিবিআই মোহনগঞ্জে গলায় ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যা ময়মনসিংহের ত্রিশালে ১২নং আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম কাঠালবন্দ এলাকার হাসান (২৪) হত্যার বিচারের মাধ্যমে ফাঁসির দাবিতে মানববন্ধন মোহনগঞ্জে লাইট্টাইর জলমহাল নিয়ে বিরোধ বাড়ী-ঘরে হামলা ও লুট ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ০১/০১/২০২৫ তারিখ গ্রেফতার ০১ জন। মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

ফুলবাড়িয়া বহিষ্কৃত চেয়ারম্যান কতৃক ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার লোপাট ও ভাঙচুরের অভিযোগ।।

নিরব হাসান
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৮৫ টাইম ভিউ :

ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলার ১২ নং আছিম পাটুলি ইউনিয়নে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ভাংচুরের ও লুপাটের অভিযোগ পাওয়া গেছে।এ বিষয়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর উদ্যোক্তা মোছাঃ বিউটি আক্তার ও মো কামরুজ্জান ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। উক্ত অভিযোগে বলা হয়েছে গত ০৯-০৮-২০২৪ইং তাঃ বরখাস্তকৃত ১২ নং আছিম পাটুলি ইউনিয়ন বরখাস্ত চেয়ারম্যান জনাব ইমরুল কায়েস আমাদের ইউনিয়ন ডিজিটাল সেন্টার কিছু সংখ্যক লোক দিয়ে অতর্কিতভাবে হামলা চালায় এবং রুমে থাকা pc ওয়াই ফাই ও তার ছিড়ে ফেলে। এই অভিযোগ পাওয়া গেছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আছিম ইউনিয়নের সচিব মোঃ বিল্লাল হোসেন বলেন, জনাব ইমরুল কায়েসের কাছে এ ধরনের আচরণ কখনোই আশা করিনি।তিনি যা করেছেন তা মেনে নেওয়ার মতো নয়।একজন আদর্শ চেয়ারম্যানের কাছে এটা কখনোই কেউ আশা করবে না।

তার ও তাহার সাথে থাকা লোকজনের আচরণে আমরা সম্পন্ন হতাশ।

আমি আশা করব অনতি বিলম্বে আমাদের অফিসের ল্যাপটপসহ যা যা নিয়েছেন আমরা জরুরি ফেরৎ দিন নইলে আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব।

ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে দায়িত্ব পালন করা বিউটি আক্তার বলেন আমি বহিস্কৃত চেয়ারম্যান ইমরুল কায়েস ভাইয়ের কাছে এ ধরনের আচরণ কখনোই আশা করিনি। তাহার সাথে থাকা লোকজন আমাকে ও পরিষদের কমকর্তা কর্মচারিদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তার মত এমন একজন দায়িত্বশীল লোক এমন কাজ করবে তা কল্পনাও করতে পারিনি।আমি চাই তিনি আমাদের প্রয়োজনীয় জিনিস পএ জরুরি ভিত্তিতে ফেরত দিন। আমরাদের অনেক জরুরি কাজ আমরা করতে পারছি না। অন্যথায় আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব।

ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের সহকারী কামরুজ্জামান বলেন তারা গত ৮ তারিখ যে ধরনের আচরণ করেছেন তা আসলে নেক্কারজনক।আমাকে তারা বিভিন্ন প্রকার ল্হমকি দেয়।

অপর এক প্রশ্নের জবাবে কামরুজ্জামান বলেন কোন অধিকার বলে রুমের চাবি নিয়ে গেল চেয়ারম্যান সাহেব তা আমার বুজে আসে।

ইউপি সদস্যরা বলেন বহিস্কৃত চেয়ারম্যান ইমরুল কায়েস ইতিপূবে নানা অনিয়ম করে গেছে তা আমরা মুখ বুজে সহ্য করেছি এইবার সহ্য করব না।আমরা চাই এই বিষয়টির সঠিক তদন্ত হোক।

ইউনিয়ন পরিষদে ডিউটিরত গ্রাম পুলিশরা বলেন। ইমরুল কায়েস ও তার লোকজন অতর্কিতভাবে ইউনিয়ন পরিষদে ঢুকে পরে ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের চাবি নিয়ে যায়।এই দৃশ্য দেখে আমরা ভয় পেয়ে যাই।এমন দৃশ্য চাকরিরত অবস্থায় আমরা প্রথম দেখলাম।তার সাথে থাকা লোকজনের আচরণ দেখে আমরা সিউরে উঠি।তারা দরজায় আঘাত করে ও হট্টগোল শুরু করে।

আমরা তার অপকর্মের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


All rights © 2024 ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Esaitbd Soft Lab- UAE/BD