নেত্রকোণার মোহনগঞ্জ থানায় হামলা চালিয়ে পুলিশের পিকআপ গাড়িসহ কয়েকটি মটর সাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে অজ্ঞতরা।
সোমবার বিকেলে মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগ অফিস, নেত্রকোণা- ৪ আসনের এমপি সাজ্জাদুল হাসানের বাসভবন, আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র লতিফুর রহমান রতনের বাসভবনে হামলা ও ভাংচুর এবং মেয়রের গরুর খামারে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এছাড়া মৎস্যলীগ নেতা রেজুয়ান আলী খান আর্নিকের মার্কেট, ওয়ার্ড কাউন্সিল সৈয়দ আজহারুল ইসলাম ফয়সলের বাসা, মাতৃ অটো রাইস মিলে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। মঙ্গলবার শহরের আনন্দ হোটেল ও ওয়ার্ড কাউন্সিল কামাল হোসেন রতনের বাড়ি ভাংচুর করা হয়। এদিকে বিএনপি’র নেতৃবৃন্দের মধ্যে আ.খ.ম. শফিকুল হক, ফজলুল হক মাসুম, সেলিম কার্ণায়েন, টিপু সুলতান, গোলাম রব্বানী পুতুল, ভিপি জাহাঙ্গীর আলম প্রমুখ পরিস্থিতি শান্ত রাখতে মোহনগঞ্জ বাজারে জোর তৎপরতা শুরু করেন।