মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি :
নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরে ১৮ কোটি ৬৩ লক্ষ ৫৭ হাজার ৭শ ৫১ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র লতিফুর রহমান রতন। বৃহস্পতিবার পৌরসভার কার্যালয়ে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেটে রাজস্ব খাতে ৫ কোটি ১০ লাখ ৪ হাজার ৯শ ১২ টাকা ও উন্নয়ন খাতে ১৩ কোটি ৫৩ লাখ ৫২ হাজার ৮শ ৩৯ টাকা। বাজেট ঘোষণা শেষে পৌর মেয়র লতিফুর রহমান রতন বলেন, পৌরসভার নাগরিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, যানজট নিরসনসহ নানা সমস্যা সমাধানে আমরা সচেষ্ট আছি। তিনি পৌরবাসীর নানা সমস্যা সমাধানে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। বাজেট ঘোষণা অনুষ্ঠানে সচিব, প্রকৌশলী, পৌর কাউন্সিলবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।