আমেরিকার নিউইয়র্কে টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচের দিন নিরাপত্তাকর্মীর গুলিতে নিহত হয়েছেন এক পাকিস্তানি ইউটিউবার। ওইদিন তিনি ভারত-পাকিস্তানের ম্যাচ সম্পর্কিত ভিডিও করছিলেন। এ সময় নিরাপত্তাকর্মীর বক্তব্য নিতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে গুলি করেন ওই নিরাপত্তাকর্মী। হাসপাতালে নেওয়ার পথে মারা যান ইউটিউবার।
এআরওয়াই নিউজসহ বেশ কয়েকটি পাকিস্তানি সংবাদমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়, গত রোববার নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচের সময় ভিডিও বানাতে একটি মোবাইল মার্কেটে যান সাদ ওসমান নামের ইউটিউবার। তিনি বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছে এই ক্রিকেট ম্যাচ নিয়ে জানতে চান।
পরে এক নিরাপত্তাকর্মীর বক্তব্য নিতে চান সাদ। কিন্তু তাতে রাজি হননি নিরাপত্তাকর্মী। একপর্যায়ে শুরু হয় কথা কাটাকাটি। গুলি করেন নিরাপত্তাকর্মী। সাদ ওসমানকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও পথিমধ্যেই মারা যান তিনি।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, গুলি করার আগে ওই নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা কাটাকাটি করছেন সাদ। পরে ওই গার্ডকে গ্রেপ্তার করেছে পুলিশ। গার্ডের এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি বলেন, ‘বারবার তিনি আমার কাছে মাইক নিয়ে আসছিলেন। ভিডিও করছিলেন। আমি রেগে গিয়ে তাঁকে গুলি করি।’