কক্সবাজারের টেকনাফের নাফনদী ও বঙ্গোপসাগরের মোহনাটি নাইক্ষ্যংদিয়া পয়েন্ট নামে পরিচিত। আর সেই নাইক্ষ্যংদিয়া পয়েন্টে অবস্থান নিয়েছে মিয়ানমারের অজ্ঞাত একটি অস্ত্রধারী গোষ্ঠী। এই গোষ্ঠীটি কোনোভাবেই টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে ট্রলার বা স্পিড বোট চলাচল করতে দিচ্ছে না। ওই রুটে ট্রলার বা বোট দেখার সঙ্গে সঙ্গেই গুলি করছে তারা। এতে দ্বীপ জুড়ে এখন চরম আতঙ্ক তৈরি হয়েছে।
টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়া পথে রোগী বহনকারী স্পিড বোটকে লক্ষ্য করে আবারও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার (১১ জুন) সকাল ১০টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টি যাত্রাকালে নাফ নদের মোহনায় নাইক্ষ্যংদিয়া পৌঁছালে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাতে বোট মালিক সমিতির সেক্রেটারি ছৈয়দ আলম জানান, টেকনাফ থেকে চিকিৎসা শেষে সেন্টমার্টিন ফেরার পথে একটি স্পিড বোট লক্ষ্য করে গুলি ছুঁড়ে, পূর্বে মিয়ানমারের অভ্যন্তর থেকে গুলি ছুঁড়লেও আজ ছোট ডিঙি নৌকায় করে নদীতে নেমে গুলিবর্ষণ করে, এ সময় স্পিড বোটে থাকা যাত্রীরা আতংকিত হয়ে পড়ে। পরে তারা সেন্টমার্টিনে নিরাপদে পৌঁছায়।