তার লিখা কবিতা বিপ্লব রিতিমত আলোরণ ফেলেছে। কবিতা লেখায় অবদান রাখায় ইতোমধ্যে তিনি বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে কবি দুদু বলেন, সারোয়ার জাহান সোহাগের কবিতা খুবই অর্থপূর্ন ও রোমান্টিক । তিনি অতি যত্নসহকারে প্রতিটি শব্দ লিখেন।বিশেষ করে বিপ্লব , তোমাকে খুঁজি ও Maybe you came খুব সুন্দর করে লিখেছেন।
অপর এক প্রশ্নের জবাবে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ – সভাপতি সোহেল রানা শান্ত বলেন মোঃ সারোয়ার জাহান (সোহাগ) ভাই চমৎকারভাবে প্রতিটি কবিতা লিখেন।
কবি ও কথা সাহিত্যিক এডভোকেট ওয়ালী
উল্লাহ আকন্দ বলেন ,
সারোয়ার জাহান সোহাগের কবিতা আমি নিয়মিত পড়ি। তার কবিতা আমার অনেক ভালো লাগে।দোয়া করি সামনে যেন
আরও ভালো অনেক কবিতা উপহার দেন।
সারোয়ার জাহান সোহাগের কবিতা সম্পর্কে সাংবাদিক ও সাহিত্য প্রেমী আশিক হাসান বলেন সারোয়ার জাহান সোহাগ ভাইয়ের কয়েকটি কবিতা আমার পএিকায় ছাপা হয়েছে পাঠক মনে বেশ প্রশংসা কুড়িয়েছে।অনলাইন পোর্টালেও মানুষ আগ্রহ সহকারে নিয়মিত কবিতা পড়ছে।
অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিন দিন তার জনপ্রিয়তা বাড়ছে।
মানুষ তার কবিতা পড়ার জন্য মুখিয়ে থাকে।
বিভিন্ন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে জিজ্ঞেস করে সারোয়ার জাহানের কবিতা কবে প্রকাশিত হবে?