কুড়িগ্রামে সাইট সেভার্স এর সহযোগিতায় জেলা একিভূত চক্ষু সেবা কর্মসূচির স্টেকহোল্ডারদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে ।
১০ জুন সোমবার কুড়িগ্রাম জেলা শহরের এ্যাফাদ কার্যালয়ের কনফারেন্স রুমে উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতাল ও সিডিডি এর যৌথ আয়োজনে সাইট সেভার্স এর সহযোগিতায় প্রতিবন্ধী নারী বয়স্ক মানুষ জাতিগত সংখ্যালঘু এবং অন্যান্য প্রান্তিক গোষ্ঠীর সাথে কাজ করে এমন এনজিওগুলির সাথে স্টেকহোল্ডারদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে । জেলা সমন্বয় সভায় উপস্থিত ছিলেন সাইট সেভার্স এর জেলার সমন্বয়কারী মাসুদ রানা, উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের জেনারেল ম্যানেজার খন্দকার মুস্তাহিদ, আলম, সিডিডি কারিগরি সমন্বয়কারী ইফতেখারুল হাসান, সাইট সেভার্স এর সহকারি প্রোগ্রাম সমন্বয়কারী অরবিন্দু রায়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট আরিফুর রহমান আরিফ,
আরডিআরএস বাংলাদেশের প্রোগ্রাম কোঅর্ডিনেটর তপন কুমার সাহ, ইএসডিও প্রজেক্ট কো-অর্ডিনেটর অরুণ চন্দ্র অধিকারী, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল ফিল্ড কোঅর্ডিনেটর পাঞ্চসী পাল, নারী সংস্থার নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন, ব্রাকের জেলা প্রতিনিধি ফাহিদ রহমান, এমজেএসকেএস সহকারী পরিচালক অমল কুমার মজুমদার, আফাদের নির্বাহী প্রধান সায়েদা ইয়াসমিন, সলিডারিটি প্রজেক্ট কো-অর্ডিনেটর কমলা রানী, কুড়িগ্রাম বিশেষ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নাসরিন বেগম, কুড়িগ্রাম প্রতিবন্ধী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক আসাদুজ্জামান আসাদ, দাসিয়ারছড়া অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয় সভাপতি তৈয়ব আলী, কুড়িগ্রাম ডিপিওডি পরিচালক ফজলুল হক,
স্বর্ণচুরা সার্বিক গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান দুলাল বস , গরিব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আবদুল লতিফ, আরএসডিএ নির্বাহী পরিচালক সাইফুর রহমান ,রাজারহাট স্বাবলম্বী সংস্থা নির্বাহী পরিচালক শরিফা আক্তার,একতা সংস্থার চেয়ারম্যান রুবেল আলম মন্ডল, উপজেলা রবিদাস সম্প্রদায় সংস্থার সাধারণ সম্পাদক সুশান্ত রবিদাস, সিডিডি ফিল্ড কো-অর্ডিনেটর মিথিলা দত্ত, ফ্রেন্ডশিপ প্রোগ্রাম ম্যানেজার মাহফুজার রহমান, ফুল সংস্থার পরিচালক আব্দুল কাদের, কুড়িগ্রাম প্রতিবন্ধী মানব কল্যাণ সংস্থার চেয়ারম্যান মজনু মিয়া,উলিপুর প্রতিবন্ধী সমাজ উন্নয়ন সংস্থার ফিল্ড অফিসার মিজানুর রহমান, ফ্রেন্ডস ফেয়ার সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, ল্যাম্প হসপিটাল এর কারিগরি কো-অর্ডিনেটর মনি কৃষ্ণ রায়, প্রভাতী থ্রি প্রকল্পের আরিফুর রহমান প্রমুখ ।