রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার চাঞ্চল্যকর শিশু হত্যা মামলার আসামী মোঃ রাসেল মিয়া কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ মাজনুন “গল্পটা প্রেমের নয় প্রেমে পড়ার” ফুলবাড়িয়ায় দুই সাংবাদিককে পিটিয়ে আহত ময়মনসিংহ মহানগরীর রামবাবু রোড এলাকা থেকে নেশাজাতীয় Buprenorphine ইনজেকশনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ নজরুল বিশ্ববিদ্যালয়ে মাদক বিরোধী সচেতনতামূলক সভা ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা ময়মনসিংহ জিলা স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ত্রিশালে দখল-চাঁদাবাজিতে বেপরোয়া বিএনপির নেতাকর্মীরা সড়কজুড়ে খানাখন্দ ও ছোট বড় গর্তের কারণে, ভোগান্তির শিকার লক্ষাধিক মানুষ ময়মনসিংহে নগরীতে ফিলিং স্টেশনে অগ্নিকান্ডে হতাহত পরিবারা দের লাখ টাকা সহায়তা পেল

জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ।

রিপোর্টারের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১৭২ টাইম ভিউ :

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ০১/০৪/২০২৪ তারিখ গ্রেফতার ১০ জন।
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া
মোট ১০ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।

এস আই (নিঃ) কামরুল হাসান, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ডাকাতির চেষ্টা মামলার আসামী ১। জনি (২৫), পিতা-মজিবর রহমান, মাতা-রাশেদা বেগম, সাং-আকুয়া মোড়ল পাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

এস আই (নিঃ) ত্রিদীপ কুমার বীর, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। আঃ রহমান দূর্জয় @ হৃদয় (২৪), পিতা-রুবেল, সাং-কালিবাড়ী, ২। মোঃ রোকন উদ্দিন রকি (২৬), পিতা-আঃ মালেক, সাং-০২নং মধুবাবু গলি স্টেশন রোড ৩। শরিফুল ইসলাম (৪২), পিতামৃত-আঃ কুদ্দুস, সাং-পাগুদাম ব্রীজ মোড়, ৪। সম্পা ইসলাম (২৬), স্বামী- আঃ রহমান দূর্জয় @ হৃদয়, ৫। রুমা (২৩), স্বামী-মোঃ রোকন উদ্দিন রকি, সাং-০২নং মধুবাবু গলি স্টেশন রোড, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।

এস আই (নিঃ) মোঃ মোতালেব, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া দস্যুতার চেষ্টা মামলার আসামী ১। মোঃ রাকিব(১৯), পিতা: মোঃ জাহিদ, সাং: বলাশপুর আবাসন (নদীর পাড়), থানা: কোতোয়ালী, জেলা: ময়মনসিংহকে হকে গ্রেফতার করেন।

এস আই (নিঃ) কামরুল হাসান, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য চেষ্টা মামলার আসামী ১। রতন মিয়া (৩৮), পিতামৃত-আঃ রহমান, সাং-চর ঈশ^রদিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

ইহা ছাড়াও এ এস আই (নিঃ) আয়েছ মিয়া, ওমর ফারুক প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০২ টি জিআর বডি তামিল করেন।

জি আর গ্রেফতারী পরোয়ানায় ০২ জন।

১। জুয়েল @ টুপু, পিতা- মানিক মিয়া, সাং- কাচিঝুলী ইটাখলা রোড, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ।
২। মোঃ মাহবুব (৪৫), পিতা-মৃতঃ আতাব উদ্দিন, স্থায়ী: গ্রাম- রঘুরামপুর , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহ।

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


All rights © 2024 ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Esaitbd Soft Lab- UAE/BD