এসআই(নিঃ) মাসুদ জামালী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা
করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ সালাউদ্দিন লাভলু (৫৫), আওয়ামীলীগের
সমর্থক, পিতামৃত-বদিরুল আলম, মাতামৃত-সালেহা বেগম, সাং-গোলপুকুরপাড়, ২। মোঃ
মিয়া হোসেন (৪০), খাগডহর ইউনিয়নের সাবেক যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি, পিতা-
মোঃ মোয়াজ্জেম হোসেন, মাতা-আকলিমা খাতুন, সাং-বাঘেরকান্দা, উভয় থানা-
কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে কোতোয়ালী মডেল থানাধীন রহমতপুর এলাকা
হইতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) মোজাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান
পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ আবুল খায়ের (৪৫), আওয়ামীলীগের
সমর্থক, পিতামৃত-আঃ গফুর, মাতা-মাজেদা খাতুন, সাং-রঘুরামপুর পূর্বপাড়া, থানা-
কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী থানাধীন রঘুরামপুর এলাকা হইতে
গ্রেফতার করেন।
এসআই(নিঃ) খলিলুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা
করিয়া অন্যান্য মামলার আসামী ১। আশিকুল হাকিম @ কিরন (২৮) যুবলীগের সদস্য,
পিতা-মোঃ হাবিবুর রহমান, মাতা-আফরোজা খাতুন, সাং-৭৬নং মাসকান্দা পুলপাড়, নতুন
বাজার সংলগ্ন, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন
থানাধীন চরপাড়া এলাকা হইতে গ্রেফতার করেন ।
এসআই(নিঃ) সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা
করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ আব্দুল কাদির (২২), পিতা-আবু তাহের ওরফে
সিলেটী, মাতা-মোছাঃ নাছিমা খাতুন, সাং-আকুয়া ওয়ারলেস মোড়, থানা-কোতোয়ালী, জেলা-
ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া ওয়ারলেস মোড় এলাকা হইতে
গ্রেফতার করেন ।
এসআই(নিঃ) মাকসুমুল হাসান খালিদ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান
পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ হারুন মিয়া(৫৬), পিতা-মৃত নেওয়াজ
আলী, সাং-হাসিবাসি, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন
হাসিবাসি এলাকা হইতে গ্রেফতার করেন
মাদক দ্রব্য সংস্থা মামলার বাদী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান
পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। বিজয় দে (২০), পিতা-কার্তিক চন্দ্র দে,
মাতা-এমিলি রানী দেবী, সাং-নিউ কলোনী ব্রীজ, সাগর দিঘীর পাড়, থানা-কোতোয়ালী,
জেলা-ময়মনসিংহকে থানা এলাকা্ হইতে গ্রেফতার করেন এবং তাহার নিকট হইতে ১০
পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
মাদক দ্রব্য সংস্থা মামলার বাদী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান
পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ ফারুক হোসেন (২৬), পিতামৃত-আনোয়ার
হোসেন, মাতামৃত-নাজমা খাতুন, সাং-৩৩নং নাটকঘর বাইলেন, থানা-কোতোয়ালী, জেলা-
ময়মনসিংহ থানা এলাকা্ হইতে গ্রেফতার করেন এবং তাহার নিকট হইতে ০২ গ্রাম
হেরোইন উদ্ধার করেন।
ইহাছাড়াও এসআই মতিউর রহমান , এএসআই স্বপন মিয়া, রাকিবুল ইসলাম,
কামরুল হাসান থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৪ জন পরোয়ানা
ভূক্ত আসামীদের গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোর্পদ করেন।
পরোয়ানা ভূক্ত আসামীদের নাম ও ঠিকানা-
১। মোঃ শহিদুল ইসলাম (খোকন), পিতা-মোঃ সুলতান মিয়া, সাং-বয়ড়া উপজেলা/থানা-
কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ
২। মোঃ বকুল (২৬), পিতা-আবুল বাশার, সাং-বিজয় নগর, উপজেলা/থানা- কোতোয়ালী
মডেল, জেলা -ময়মনসিংহ,
৩। মোঃ সুমন (২২), পিতা-আঃ জলিল, সাং-বিজয় নগর, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল,
জেলা –ময়মনসিংহ
৪। পপি আক্তার মোনা (২৯), পিতা-মোঃ রুহুল আমীন, মাতা-পারভীন বেগম, হাল সাকিন
জে.সি গুহ রোড, ওয়ার্ড নং-১৮, ৬০/বি জে.সি গুহ রোড পূর্ব কৃষ্টপুর, সিটি কর্পোরেশন,
উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে
প্রেরন করা হইয়াছে।