ময়মনসিংহ শহরে রাতের আধারে দফায় দফায় হামলা চালিয়ে অন্তত ১৫টি বাড়ি ভাংছুর করেছে দূর্বিত্তরা । সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় রাত সারে আটটার দিকে ময়মনসিংহ শহরের হরি কিশোর রোডে দেশিয় অস্ত্র হাতে নেমে পড়ে একদল দূর্বিত্ত,শুরু হয় ভংচুর ও নির্বিচারে হামলা । এভাবে চার দফায় বিভিন্ন বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়এবং ভংচুর করা হয় দুটি মটরসাইকেল এতে ছড়িয়ে পড়ে আতংক ।রাস্তায় নেমে আসেন বাসিন্দারা ।কেন এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তদন্ত করছে পুলিশ। জড়িতদের শনাক্তর চেষ্টা চলছে।