গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া
মোট ১০ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) মোঃ খায়রুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া
অন্যান্য মামলার আসামী ১। নাজমুল হাসান ঝিনুক (৩৮) ০১নং সিটি ওয়ার্ড যুবলীগের আহবায়ক,
পিতা- মোঃ সুলতান আহমেদ, মাতা-নাজমুন নাহার, সাং-গলগন্ডা, ২। শহিদুল্লাহ শহীদ (৪৫), প্রচার
সম্পাদক ০৪নং পরানগঞ্জ ইউপি আওয়ামীলীগ, পিতামৃত-হেলাল উদ্দিন ওরফে হেলু, মাতামৃত-হাজেরা
খাতুন, সাং-ছাতিয়ানতলা, ৩। আনিছুর রহমান ওরফে রুবেল (৪০) আওয়ামীলীগ নেতা ০৪ নং পরানগঞ্জ
ইউপি, পিতামৃত-দেলোয়ার হোসেন, মাতা-মোছাঃ হাফসা আক্তার, সাং-হিরন পলাশিয়া, সর্ব থানা-
কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে কোতোয়ালী থানাধীন অম্বিকাগঞ্জ এলাকা হইতে গ্রেফতার
করেন।
এসআই(নিঃ) মোজাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া
অন্যান্য মামলার আসামী ১। আজিজুল হক লালু (৪৫) আওয়ামীলীগের সমর্থক, পিতামৃত-আইন উদ্দিন,
মাতা-নুর জাহান বেগম, সাং-আকুয়া দক্ষিনপাড়া, ২। কামাল হোসেন (৪৮), আওয়ামীলীগের সমর্থক,
পিতামৃত-আলী হোসেন, মাতা-জোসনা বেগম, সাং-চুরখাই পনঘাগড়া, উভয় থানা-কোতোয়ালী, জেলা-
ময়মনসিংহদেরকে কোতোয়ালী মডেল থানাধীন ভাবখালী বাজার এলাকা হইতে গ্রেফতার করেন ।
এসআই (নিঃ) ওমর ফারুক রাজু সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া
অন্যান্য মামলার আসামী ১। মোঃ আরব আলী (৩০), পিতামৃত-হানিফ মিয়া, সাং-কাচিঝুলি হামিদ
উদ্দিন রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’কে কোতোয়ালী মডেল থানাধীন টাউনহল মোড় এলাকা
হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) শামীমা হাসান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া নারী ও
শিশু নির্যাতন মামলার আসামী ১। মোঃ ফয়েজ (২২), পিতা-মোঃ আলম মিয়া, মাতা-মোছাঃ ফেরদৌসী,
সাং-দক্ষিন চরকালিবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ কে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানা
এলাকা হইতে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এসআই আল আমিন, এসআই খায়রুল ইসলাম, এএসআই কামরুল হাসান, সঙ্গীয়
ফোর্সসহ প্রত্যেকে থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৩টি সিআর সাজা/সিআর
পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতার করেন।
পরোয়ানাভূক্ত আসামীর নাম ও ঠিকানা
১। মোঃ আজিজুর রহমান, পিতা-আহেদ আলী, স্থায়ী : গ্রাম- চুকিতলা (পার্ট) (নাজনীন ভিলা (চুকাইতলা
পীরবাড়ী)
উপজেলা/থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ, বাংলাদেশ।
২। মোঃ মিনার রহমান মৃদুল, পিতা-মোঃ আবুল হোসেন, স্থায়ী : (সাং: ১৪৭, গোহাইলকান্দি, পো:
ময়মনসিংহ) ,
উপজেলা/থানা-কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৩। মোঃ শুকুর আলী, পিতা-ইদ্রিস আলী, স্থায়ী: গ্রাম- চক শ্যামরামপুর (চক শ্যামরামপুর) ,
উপজেলা/থানা-
ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন
করা হইয়াছে।