দেশটা যেন একটা জমজমাট স্পাই সিনেমার পটভূমিতে পরিণত হয়েছে! গত দুই সপ্তাহে বাংলাদেশ বিমান বাহিনীর কমপক্ষে হলেও ৪ জন কর্মকর্তা চাকুরীচ্যুত হয়েছেন।
দেশটা যেন একটা জমজমাট স্পাই সিনেমার পটভূমিতে পরিণত হয়েছে!
আর এসবের কেন্দ্রে রয়েছেন একজন স্কোয়াড্রন লিডার যিনি গত ১৪ আগষ্ট হতে বিমান বাহিনী এবং পরবর্তীতে ডিজিএফআই’র কাছে আটক রয়েছেন। বাংলাদেশ বিমান বাহিনীর সূত্রে জানা যায়, গত ১৩ই আগস্ট ওই কর্মকর্তার ব্যক্তিগত গাড়ি হতে দুটি অত্যাধুনিক অস্ত্র (১ x এফএন পি৯০) (১ x সিগ পি২২৯), গোপন যোগাযোগের ডিভাইস, নগদ প্রায় ১ কোটি টাকা। তার নামে বেশ কয়েকটি ব্যাংক একাউন্টে প্রচুর অর্থের খোঁজ পাওয়া যায়।
তদন্তে বের হয়ে আসে উক্ত কর্মকর্তা নিজেকে একজন নির্বাচন কমিশনারের ছেলে হিসেবে পরিচয় প্রদান করলেও তার আসল অভিভাবক মিরপুর চিড়িয়াখানায় কর্মরত। পরবর্তীতে মিরপুর চিড়িয়াখানায় যোগাযোগ করলে জানতে পারা যায় ওই অভিভাবক সেদিন রাতেই (১৩ই আগস্ট) কোথাও আত্মগোপন করেছেন। অধিকতর তদন্তে প্রকাশ পায় বাংলাদেশ বিমান বাহিনীর চাকুরীতে ওই কর্মকর্তার ভেরিফিকেশনে যুক্ত ছিলেন গোয়েন্দা সংস্থার এমন সদস্যরাও গত ৪ মাস ধরে নিখোঁজ। অতঃপর তিনি যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা লাভ করেছেন বলে দাবি করেছিলেন, সেখানেও তার নামে কোন ছাত্র’কে খুঁজে পাওয়া যায়নি।
২০২০ এ কোর্সের সাথে কমিশন প্রাপ্ত বিমান বাহিনীর এই কর্মকর্তার নাম স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফ (ইঞ্জিঃ)।