সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহ সিটি কর্পোরেশনে দিনভর দুদকের অভিযান ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ১৬/০২/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৯ জন আসামী গ্রেফতার করা হয়। ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযানে ৪১ কেজি মাদকদ্রব্য গাঁজা‘সহ ০২ (দুই) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণে অনিয়ম, ডিসির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ১২/০২/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১২ জন আসামী গ্রেফতার করা হয়। জামালপুর জেলার সদর থানা এলাকা হতে শেরপুর সদর থানার জোড়া হত্যা মামলার ০১ নং এজাহার নামীয় আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ ময়মনসিংহে রাতের আধারে দফায় দফায় হামলা,অন্তত ১৫টি বাড়ি ও ২টি হোন্ডা ভাঙচুর মাদক ডিলার ফরিদ আবারও বেপরোয়া ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ১১/০২/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১৩ জন আসামী গ্রেফতার করা হয়। টেকনাফে মসজিদের ইমামকে হত্যার হুমকি, থানায় জিডি

মোঃ সারোয়ার জাহান (সোহাগ ) কবিতা লিখে প্রশংশিত হচ্ছে বিভিন্ন মহলে।

রিপোর্টারের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ২৯৯ টাইম ভিউ :

তার লিখা কবিতা বিপ্লব রিতিমত আলোরণ ফেলেছে। কবিতা লেখায় অবদান রাখায়  ইতোমধ্যে তিনি বিশেষ  সম্মাননায় ভূষিত হয়েছেন।সাংবাদিকদের  প্রশ্নের জবাবে কবি দুদু  বলেন, সারোয়ার  জাহান সোহাগের কবিতা খুবই অর্থপূর্ন ও রোমান্টিক । তিনি অতি যত্নসহকারে  প্রতিটি শব্দ লিখেন।বিশেষ করে বিপ্লব , তোমাকে খুঁজি ও Maybe you came খুব সুন্দর করে লিখেছেন।

অপর এক প্রশ্নের জবাবে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ – সভাপতি  সোহেল রানা শান্ত  বলেন মোঃ সারোয়ার জাহান (সোহাগ) ভাই চমৎকারভাবে প্রতিটি  কবিতা লিখেন।

কবি ও কথা সাহিত্যিক এডভোকেট ওয়ালী

উল্লাহ আকন্দ বলেন ,

সারোয়ার জাহান সোহাগের কবিতা  আমি নিয়মিত  পড়ি। তার কবিতা  আমার অনেক ভালো লাগে।দোয়া করি  সামনে যেন

আরও ভালো অনেক কবিতা  উপহার দেন।

সারোয়ার জাহান সোহাগের কবিতা  সম্পর্কে  সাংবাদিক ও সাহিত্য প্রেমী আশিক হাসান বলেন সারোয়ার জাহান সোহাগ ভাইয়ের কয়েকটি  কবিতা আমার পএিকায় ছাপা হয়েছে পাঠক মনে বেশ প্রশংসা  কুড়িয়েছে।অনলাইন পোর্টালেও মানুষ  আগ্রহ  সহকারে নিয়মিত কবিতা পড়ছে।

অনলাইন  ও সামাজিক  যোগাযোগ মাধ্যমে  দিন দিন তার জনপ্রিয়তা বাড়ছে।

মানুষ তার কবিতা পড়ার জন্য মুখিয়ে থাকে।

বিভিন্ন  মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে  জিজ্ঞেস করে সারোয়ার জাহানের কবিতা  কবে প্রকাশিত  হবে?

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


All rights © 2024 ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Esaitbd Soft Lab- UAE/BD