কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিম উত্তর পাড়া এলাকার অসহায় বৃদ্ধ আব্দুর রহমান এর ৮০ বছরের ভোগদখলীয় জমি জোরপূর্বক দখল ও রাতের আঁধারে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী নুরুল আলম গংদের বিরুদ্ধে।
ভূক্তভোগী রাবিয়া জানান,
এ বসত ভিটা বাড়িটি পাকিস্তান আমল থেকে আমার বাবা ভোগ দখল করে আসছে।এখন তারা ক্ষমতার অপব্যবহার করে সন্ত্রাসী কায়দায় রাতের আঁধারে গুন্ডা বাহিনী ভাড়া করে আমার পরিবারের উপর হামলা করে জোরপূর্বক করে জমিটি কেড়ে নিতে চাচ্ছে। এ বিষয়ে আদালতে মামলা চলমান থাকলেও তারা রায় পর্যন্ত অপেক্ষা না করে কেড়ে নেয়ার পায়তারা চালাচ্ছে।
রাবিয়া আরও জানান, এই জমিটি আমার নামে সাফ কবলা মূলে সাবরাং মুন্ডার ডেইল এলাকার সাবেক মেম্বার মৃত আকতার কামাল গংদের কাছ থেকে খরিদ করি এবং সকল বৈধ কাগজপত্র আমাদের কাছে রয়েছে।
এদিকে বৃদ্ধ অসহায় আব্দুর রহমান জানান,
আমি একজন বৃদ্ধ মানুষ,আমার কোন ছেলে সন্তান নেই,আমার পরিবারে ৭জন মেয়ে রয়েছে।
দুঃখকষ্ট করে কোনরকম সংসারের হাল ধরেছি।
আমার ভাতিজা নুরুল আলম গংরা আমার দুর্বলতার সুযোগ নিয়ে তার সাঙ্গপাঙ্গসহ রাতের আঁধারে আমার বাড়িতে এসে অসহায় মেয়েদেরকে মারধর করে আমার দীর্ঘ ৮০ বছরের ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা করছে।
এ বিষয়ে ভুক্তভোগী অসহায় আব্দুর রহমান এর পরিবার,টেকনাফ ভূমি অফিসের এসি ল্যান্ডসহ
টেকনাফের সকল প্রসাশনের নিকট সঠিক তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার দাবী করেন।