এসআই (নিঃ) মনিতোষ মজুমদার সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১।মোঃ খোরশেদ আলম (৪৫), পিতামৃত-মফিজুল্লাহ, মাতা-হোসনা আরা বেগম, সাং-তেলিয়াপাড়া, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জকে গ্রেফতার করা হয় এবং তাহার ০১ কেজি গাজা উদ্ধার করা হয়।
এএসআই (নিঃ) মাসুম রানা সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ মমিনুল ইসলাম (২৪), পিতামৃত-আবু মিয়া, সাং-বলাশপুর হাক্কানী মোড়, ২। জিয়াদুল ইসলাম জিসান (১৯), পিতা-মোঃ নজরুল ইসলাম, ৩। মোঃ বাবু (২২), পিতা-হাইদু, ৪। বিপ্লব রহমান বাদশা (২১), পিতা-দেলোয়ার হোসেন, ৫। কাউসার হাসান মুন (২৩), পিতা-শামীম মিয়া,সর্ব সাং-কেওয়াটখালী, ৬। জসিম উদ্দিন (৩৩), পিতা-আইয়ুব আলী, সাং-চুরখাই, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এসআই(নিঃ) জহিরুল ইসলাম, আশরাফুল আলম, পূর্ন চিছাম, এএসআই(নিঃ) মাসুম রানা, আবুল হাসান প্রত্যেকে থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০৭ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারী পরোয়ানায়ভুক্ত আসামীর নাম-ঠিকানা।
১। মোছাঃ শিলা বেগম (৩১), পিতা-মোঃ দিলদার মিয়া, স্থায়ী: গ্রাম- কাচিঝুলি মসজিদ রোড (কাচিঝুলি গোলাপজান রোড) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহ
২। মোছাঃ দিথি খাতুন (২৫), পিতা-মোঃ দিলদার মিয়া, স্থায়ী: গ্রাম- কাচিঝুলি মসজিদ রোড (কাচিঝুলি গোলাপজান রোড) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহ
৩। মোঃ দিদার মিয়া (৬১), পিতা-মৃতঃ কুডু মিয়া, স্থায়ী: গ্রাম- কাচিঝুলি মসজিদ রোড (কাচিঝুলি গোলাপজান রোড) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ,
৪। মেহেদী (২৬), পিতা-মৃতঃ রুমান মিয়া, স্থায়ী : গ্রাম- বলাশপুর (১৯নং ওয়ার্ড, বলাশপুর মধ্যপাড়া) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ
৫। মোঃ আজিজুল হাকিম আকাশ (), পিতা-মোঃ দুলাল মিয়া, স্থায়ী: গ্রাম- সানকি পাড়া (নর্থ), উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ
৬। মোঃ মোবারক হোসেন (৩৪), পিতা-মোঃ আন্নেছ আলী, স্থায়ী: (সাং-বাজার কুষ্টিয়া) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,
৭। মোছাঃ নির্জনা খাতুন (২৪), পিতা-মোঃ দিলদার মিয়া, স্থায়ী: গ্রাম- কাচিঝুলি মসজিদ রোড (কাচিঝুলি গোলাপজান রোড) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।