১৪ ই জুন,২০২৪ ইং তারিখ, বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে…… “বাংলাদেশ প্রেসক্লাব” ময়মনসিংহ মহানগর শাখার আয়োজনে “ফোনে ফোনে রক্তদান কর্মসূচি” এবং “রক্তদাতা নিবন্ধন” কার্যক্রম অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রক্তদাতা ও রক্ত গ্রহীতাদের মধ্যে সংযোগ সৃষ্টি করে ডিজিটাল পদ্ধতিতে বিশ্বব্যাপী মুমূর্ষ রোগীদেরকে বিনামূল্যে ১ ঘণ্টার মধ্যে সরাসরি রক্তদানে জীবন বাঁচাতে বাংলাদেশ প্রেস ক্লাবের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খান উদ্ভাবিত
বিশ্বের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ এই “ফোনে ফোনে রক্তদান কর্মসূচি ” বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ব রক্তদাতা দিবসে আজকে ১৪ ই জুন বাংলাদেশ প্রেস ক্লাব, ময়মনসিংহ মহানগর শাখা কর্তৃক এই আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস ক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক ও জাতীয় দৈনিক দেশের পএ পএিকার ময়মনসিংহ জেলা ব্যুরো চীফ সাংবাদিক মোঃ হোসেন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট নাট্যকার, নির্দেশক, গীতিকার, সুরকার, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক আনন্দ প্রিয় এন্টারটেইনমেন্ট এর সভাপতি, সুপ্রিয় বণিক (আনন্দ প্রিয়)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ নাফিস সাদিক সামী, ডাঃ ফুয়াদ (কিডনী বিভাগ), বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ময়মনসিংহ মহানগর কমিটির সভাপতি মোঃ সেলিম তালুকদার আরিয়ান, যুবলীগ নেতা মোঃ রমজান আলী রবিন,ময়মনসিংহ জেলা টেলিভিশন রিপোর্টার্স ইউনিটের সদস্য সাংবাদিক আলাদীন সানি, সামাজিক ও মানবিক ব্যক্তিত্ব মোঃ আহমার হোসেন রাজা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অজিত বনিক।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন মোঃ দুলাল, মোঃ আরিফুল ইসলাম সহ আরও অনেকেই।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ মহানগর শাখার সদস্য সচিব ও জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিন পএিকার ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো প্রধান, সাংবাদিক মোঃ আমিনূর ইসলাম রাব্বি।
১৪ই জুন ২০২৪ বিকাল ৪:০০টায় শিল্পাচার্য
জয়নাল আবেদীন পার্কে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।
এ সময় শতাধিক মানুষ স্বেচ্ছায় রক্তদানে আগ্রহী হয়ে ফোনে ফোনে রক্তদান কর্মসূচির নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন।