দীর্ঘ ৩৪ বছরের পলাতক ময়মনসিংহ কোতোয়ালী থানার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী বরিশাল জেলার মুলাদী থানাধীন এলাকা হতে *র্যাব-৮, সদর কোম্পানী কর্তৃক গ্রেফতার, গ্রেফতারকৃত আসামী মোঃ ইলিয়াস হোসেন মাতুব্বর@পলাশ@সাইফুল ইসলাম (৪৯), পিতা-আঃ হামিদ মাতুব্বর, সাং-জাহাপুর, থানা-বাবুগঞ্জ, জেলা-বরিশাল এর বিরুদ্ধে বরিশাল জেলার বাবুগঞ্জ থানায় একটি গ্রেফতারি ওয়ারেন্ট জারি আছে, ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার মামলা নং-১৭, তারিখঃ ০২/১৯৯০, দন্ডবিধির ৩০২/১৪৯ ধারা অনুযায়ী মামলাটি বিজ্ঞ আদালতে সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় আসামীকে উক্ত আইন ও ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করা হয়, গ্রেফতারকৃত আসামী পলাতক থাকায় বিজ্ঞ আদালত গ্রেফতারী ওয়ারেন্ট জারি করেন, উল্লেখিত গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামীকে বরিশাল জেলার বাবুগঞ্জ থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।