পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চাল সীমান্তে সেনাবাহিনীর একটি গাড়িতে সন্ত্রাসী হামলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচ সেনা নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। দেশটির সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।
বিবৃতিতে বলা হয়েছে, গতকাল শুক্রবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুররাম জেলার একটি সড়ক ধরে যাওয়ার সময় সেনাবাহিনীর একটি গাড়িতে সন্ত্রাসীরা হামলা চালায়। দীর্ঘ দিন ধরেই এই অঞ্চলে পাকিস্তানি তালেবান ও ইসলামিক স্টেটের সন্ত্রাসীরা সক্রিয়া রয়েছে।
হামলার পর গাড়িতে একটি বিস্ফোরক ডিভাইস থেকে বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। ওই বিস্ফোরণে যাঁরা নিহত হয়েছেন, তাঁরা সবাই দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন।
তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। পাকিস্তানি তালেবান ওই এলাকায় প্রায়ই পাকিন্তানের সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়।