সাভার বিরুলিয়া রোড কিশোর গ্যাং গ্রুপের চাঁদা না দেওয়ায় এক ফেক্সিলোডের দোকানের মালিকের উপর হামলার ঘটনা ঘটেছে ।
এতে ফেক্সিলোডের দোকানের মালিক মোঃ রাজু আহমেদ গুরুতর আহত হয়েছেন ।
ভুক্তভোগী ব্যবসায়ী চাঁদা দিতে না চাইলে লাঠি দিয়ে পেটানোর এক পর্যায়ে আহত করে পালিয়ে যায় কিশোর গ্যাংটি সদস্যরা।
গতকাল মঙ্গলবার রাতে বিরুলিয়া রোড এলাকার রাজু আহমেদের ফেক্সিলোডের দোকানের এ হামলার ঘটনা ঘটেছে।
এদিকে সিসি ফুটেজে সন্ত্রাসী ফেক্সিলোডের দোকান হামলা ও দৃশ্য ফুটে উঠেছে।
ব্যবসায়ীকে হামলার ঘটনার একাধিক ভিডিও ফুটেজ সাংবাদিকদের কাছে এসেছে।
জানাযায়, একই এলাকার উজির আলীর ছেলে কিশোর গ্যাং গ্রুপের প্রধান দলনেতা চাঁদাবাজ জিহাদ ওরফে ইয়াবা জিহাদ কয়েকদিন যাবত বিভিন্ন ইয়াবা বিক্রিরে সহ ছিনতাই, চুরি করে আসছে। এরই ধারাবাহিকতায় মোটা অংকের চাঁদা দাবী করেন ফেক্সিলোডের দোকানের মালিক মোঃ রাজু আহমেদের নিকট। কিন্তু বর্তমানে ব্যবসা মন্দা হওয়ায় তিনি তার চাহিদা মাফিক চাঁদা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে মোহাম্মদ জিহাদ ওরফে ইয়াবা জিহাদ ক্ষিপ্ত হয়ে ওঠে।
পরে ১০/১৫ জন কিশোর গ্যাং গ্রুপের সদস্যদের একত্রিত করে ফেক্সিলোডের দোকানের এসে হামলা চালায় এবং ফেক্সিলোড দোকানের মালিক মোহাম্মদ রাজু আহমেদকে মারতে মারতে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয় মানুষরা তাকে রক্ষা করতে এগিয়ে আসলে তাকেও লাঠি দিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায় । তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে চলে যায় উক্ত কিশোর গ্যাং বাহিনী।