ময়মনসিংহ কয়েক যুগ যাবৎ শহরতলী গাঙ্গিনাপার মূল পয়েন্টে সরকারি সম্পত্তি দখল করে কয়েক শত কোটি টাকার মালিক।
স্টাফ রিপোর্টার : জহির খান সুজন
আপডেটের সময় :
বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
১৮৭
টাইম ভিউ :
সরকারি সম্পত্তি দখল করে কয়েক শত কোটি টাকার মালিক।
দেখার কেউ নেই বলার কেউ নেই ময়মনসিংহ শহরে গাঙ্গিনাপার মূল পয়েন্টে কয়েক যুগ ধরে কোন ক্ষমতা ও আইনে সরকারি সম্পত্তি দখল করে আছেন কোন ক্ষমতার বলে মদের দোকান মার্কেট ,বাসা ও ব্যবসা করে আসতেন।
সরকারি সম্পত্তি দখল করে কয়েক শত কোটি টাকার মালিক।
এদের ক্ষমতার জোর কোথায় আমাদের জানামতে ময়মনসিংহ ভূমি আইনের ‘ক ‘খতিয়ান সরকারি সম্পত্তির মধ্যে, কোন ক্ষমতা বলে মদে দোকান চলে আসছে এতো বছর ধরে। বাসা বাড়ি দোকানপাট ভাড়া দিয়ে এই কাজল সেন ভারত বাংলাদেশ সহ দুই দেশের নাগরিক বলে অভিযোগ উঠেছে, রয়েছে ভারতে আলিশান বাড়ী এবং অধিকাংশ সে ভারতের বাড়ীতেই থাকেন আর মদের ব্যাবসার টাকা হুডি সিন্ডিকেট সদস্য সেও তাই টাকা ভারতে পাঠিয়ে দিয়েছেন।
সরকারি সম্পত্তি দখল করে কয়েক শত কোটি টাকার মালিক।
হিন্দু নির্যাতন কারি অবৈধ ভাবে ভারত-বাংলাদেশ বসবাসকারীর বিরুদ্ধে রাষ্ট্রের গোয়েন্দা ও দুদক নজর দিতে আইনি ব্যাবস্থা নিতে আহবান করেন সনাতন ধর্মাবলম্বী ও সাধারণ মানুষ। অচিরেই দ্রুত সুস্থ তদন্ত করে এদের আইনের আওতায় আনার রাষ্ট্রের দাবি করছি এবং কোষাগারে অর্থ ফিরিয়ে আনার জোর দাবি করছে ময়মনসিংহ বাসী।