বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার চাঞ্চল্যকর শিশু হত্যা মামলার আসামী মোঃ রাসেল মিয়া কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ মাজনুন “গল্পটা প্রেমের নয় প্রেমে পড়ার” ফুলবাড়িয়ায় দুই সাংবাদিককে পিটিয়ে আহত ময়মনসিংহ মহানগরীর রামবাবু রোড এলাকা থেকে নেশাজাতীয় Buprenorphine ইনজেকশনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ নজরুল বিশ্ববিদ্যালয়ে মাদক বিরোধী সচেতনতামূলক সভা ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা ময়মনসিংহ জিলা স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ত্রিশালে দখল-চাঁদাবাজিতে বেপরোয়া বিএনপির নেতাকর্মীরা সড়কজুড়ে খানাখন্দ ও ছোট বড় গর্তের কারণে, ভোগান্তির শিকার লক্ষাধিক মানুষ ময়মনসিংহে নগরীতে ফিলিং স্টেশনে অগ্নিকান্ডে হতাহত পরিবারা দের লাখ টাকা সহায়তা পেল

সয়াবিন তেলের নতুন দাম কার্যকরের আগেই বাজারে শুরু হয়েছে নৈরাজ্য

রিপোর্টারের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ২০৮ টাইম ভিউ :

নতুন দাম ঘোষণা হয়েছে দুপুরে, বাজারে বেড়েছে সকালেই

সয়াবিন তেলের নতুন দাম কার্যকরের আগেই বাজারে শুরু হয়েছে নৈরাজ্য। বোতলজাত সয়াবিন তেলের দামবৃদ্ধি যেন মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে ভোক্তার কাছে। খুচরা বিক্রেতারা জানালেন, ঘোষণার আগে সকাল থেকেই বাড়তি দামে কিনতে বাধ্য হন তারা। এদিকে আমদানিকারকদের দাবি, দাম যতো বাড়ার কথা, ভোক্তার স্বার্থ বিবেচনায় বাড়ানো হয়েছে তার চেয়ে কম।

বোতলজাত সয়াবিন তেলের দাম ৪ টাকা বাড়িয়ে ১৬৭ টাকায় নির্ধারণ করা হয়েছে।

বাজারের হিসাব মেলাতে ভোক্তারা যখন ব্যয় সংকোচন নীতিতে স্বস্তির খোঁজে, তখন বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ঘোষণা এলো, দাম বাড়ছে ভোজ্যতেলের। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৮১৮ টাকা। আগে এটির দাম ছিল ৮০০ টাকা। আর পাম অয়েলের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩৫ টাকা। তবে ২ টাকা কমেছে খোলা সয়াবিন তেলের দাম। বিক্রি হবে ১৪৭ টাকায়।
 
দাম বৃদ্ধির এ ঘোষণা যেন মরার ওপর খাঁড়ার ঘা হয়ে এলো- এমন অভিব্যক্তি নিরুপায় ভোক্তাদের। তারা বলেন, এমনিতেই দাম বেশি সব পণ্যের। তার ওপর আবার বাড়ানো হলো সয়াবিন তেলের দাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সংসার চালানোই দায়।
 
এদিকে, ঘোষণার আগেই বাড়তি দামে সয়াবিন তেল বেচাকেনা শুরু হয়েছে বলে জানালেন কারওয়ান বাজারের বিভিন্ন পর্যায়ের বিক্রেতারা। তারা বলেন, ডিলার পর্যায় থেকে ঘোষণার আগেই দাম বাড়িয়ে দেয়া হয়েছে। ফলে বাজারেও বেড়েছে দাম।
 
তবে হঠাৎ করে কেনো বাড়ানো হলো ভোজ্যতেলের দাম? প্রথমত, গত ফেব্রুয়ারিতে ভোজ্যতেলের আমদানি ও ব্যবসায়িক বা ভোক্তা পর্যায়ে আরোপিত ৫ শতাংশ করে ভ্যাট অব্যহতি দিয়েছিলো সরকার। সেই সুবিধায় লিটারে ১০ টাকা কমিয়ে গেল পহেলা মার্চ থেকে নতুন দাম বাজারে কার্যকর করেন ব্যবসায়ীরা। সেই ভ্যাট অব্যহতির মেয়াদ শেষ হয়েছে গত ১৫ এপ্রিল। স্বাভাবিকভাবেই তেলের দামের সঙ্গে যোগ হয়েছে ওই ১০ শতাংশ ভ্যাট।
 এছাড়া বিশ্ববাজার পরিস্থিতিও দাম বাড়ানোর পক্ষে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য, ফেব্রুয়ারির চেয়ে মার্চে বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম ৮ শতাংশ বেড়ে এক বছরের মধ্যে দাঁড়িয়েছে সর্বোচ্চে। এই হিসাব আমলে নিয়েই দাম বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে সরকার।
 
দাম বাড়ানো প্রস্তাব দেয়া হয়েছিল লিটারে ১০ টাকা, কিন্তু বাড়লো ৪ টাকা। এতে কী লোকসান গুনতে হবে? এমন প্রশ্নের উত্তরে বলা হচ্ছে, আগের কেনা কমমূল্যের তেলের সঙ্গে সমন্বয় করে অন্তত ক্ষতির মুখে পড়তে হবে না ব্যবসায়ীদের। টিকে গ্রুপের অর্থ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শফিউল আতহার বলেন, বিশ্ববাজারে মার্চের তুলনায় প্রতিটনে দাম বাড়ছে ১০০ ডলার। তবে সপ্তাহখানেক ধরে স্থিতিশীল রয়েছে। ভ্যাট অব্যাহতি তুলে দেয়ার হিসাব আমলে নিলে, দাম আরও বাড়ার কথা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


All rights © 2024 ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Esaitbd Soft Lab- UAE/BD