গত ইং ২৮/০৪/২০২৪ তারিখ সকাল অনুমান ১০.১৫ ঘটিকার ভিকটিম ছামিয়া খাতুন(১৪) ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে আসিয়া গফরগাঁও যাওয়ার জন্য ট্রেনের অপেক্ষা করিতে থাকিলে এক অজ্ঞাত নামা ব্যক্তি ভিকটিমকে নিজ বাড়ী গফরগাও পৌছে দেওয়ার কথা বলিয়া কৌশলে নেত্রকোনা জেলার সদর থানার রুহি কুরপাড় সাকিনে নিজ বাড়িতে আটক রেখে জোর পুর্বক ধর্ষন করে। মেয়েটির ডাক চিৎকারে আশ পাশ এলাকার লোকজন আসিলে আসামি পলায়ন করে। পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে এজাহার দাখিল করিলে কোতোয়ালি মাডেল থানার মামলা নং ০২ তাং ০১/০৫/২০২৪ ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্ঘাতন দমন আইন (সংশোধনী/২০০৩ এর ৭/৯৩ রুজু হয়। মামলা পরবর্তী সময়ে তদন্তকারী কর্মকর্তা এসআই রুবেল সঙ্গীয় এসআই ফারুক এবং কনস্টেবল মোশাররফ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করিয়া আসামি ১। মোঃ বুলবুল মিয়া (৩৫), পিতামৃত হায়াত আলী ওরফে লালমন, সাং-রুহি কুরপাড়,থানা নেত্রকোনা সদর, জেলা নেত্রকোনাকে নেত্রকোনা সদর থানাধীন মোবারকপুর এলাকা হইতে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করেন।