অনিয়ম, দুর্নীতি, পেশী শক্তির প্রভাব ও লক্ষ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্যের প্রেক্ষিতে শহীদ ক্যাপ্টেন সালাহ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ শামছুন আরজুর পদত্যাগের দাবিতে ২৮ শে আগস্ট বুধবার সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ শামসুন আরজু ২০১০ সালে যখন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন, তখন ময়মনসিংহ সদর এমপি রওশন এরশাদের রাজনৈতিক প্রভাব দেখিয়ে বিভিন্ন অপকর্মে জড়িয়ে ফেলেন নিজেকে। দীর্ঘ কয়েক বছর ধরে কর্মরত থাকা অবস্থায় স্কুলের কোন উন্নয়নমূলক কাজ করেননি। সরকারের বিভিন্ন অনুদান স্কুলের কাজে না লাগিয়ে কোটি কোটি টাকা তিনি আত্মসাৎ করেন। শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শিক্ষকদের সাথে করে থাকেন খারাপ আচরণ । চাকরি দেওয়ার কথা বলে করেন কোটি টাকার বাণিজ্য। উল্লেখিত এই বিষয়গুলো যাতে ভবিষ্যতে আর কোন শিক্ষক না করে এবং এই প্রতিবাদে শিক্ষক শামছুন আরজু পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা , এই সময় শিক্ষার্থীদের সাথে কয়েকজন সমন্বয়ক মানববন্ধনে অংশগ্রহণ করেন । উল্লেখ্য যে , শরিফ, মৃদুল, রাজিব, শাকিল, শাওন, সিদ্দিকুর রহমান, লাদেন, করিম, জুবায়ের, আশরাফুল ইসলাম, আমিরুল সহ অন্যান্য শিক্ষাবৃন্দ উপস্থিত ছিলেন। রাজিব আহমেদ এলাকার সচেতন নাগরিক হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন এবং প্রস্তাবে তাদের সাথে সহমত পোষন করে আন্দোলনে এগিয়ে যান।