২। এরই ধারাবাহিকতায়, ইং ১৩/০৮/২৪ তারিখ র্যাব-১৪, সদর কোম্পানী এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ময়মনসিংহের শম্ভুগঞ্জ ব্রিজ দিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্য পরিবহণ করা হবে। উক্ত সংবাদ পাওয়ার পর অধিনায়ক, র্যাব-১৪ মহোদয়ের নির্দেশক্রমে র্যাব-১৪, সদর কোম্পানীর কোম্পানী কমান্ডার মেজর শিশির মাহমুদ তালুকদার এর নেতৃত্বে এবং উপস্থিত শিক্ষার্থীদের সহযোগিতায় র্যাবের একটি চৌকস আভিযানিক দল ইং ১৩/০৮/২৪ খ্রি. তারিখ অনুমান ১৯.০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার সদর থানাধীন শম্ভুগঞ্জ ব্রীজের টোলবক্স এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ৪৮ বোতল (১৮ লিটার) বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী ১। নাজমুল হাসান (২১), পিতা- মোঃ আবু বক্কর সিদ্দিক, ২। আফজাল হোসেন (২২), পিতা- আক্কেল আলী, উবয় সাং-পশ্চিম সমশ্চুড়া, থানা-নালিতাবাড়ী জেলা-শেরপুরদ্বয়কে আটক করে। র্যাবের একই আভিযানিক দল ঐ এলাকায় আরো দুটি অভিযান পরিচালনা করে যথাক্রমে ১৯.৪০ ঘটিকায় ১০ কেজি গাজাঁ সহ মাদক ব্যবসায়ী ১) রানা মিয়া(২৫), পিতা-হেলাল উদ্দিন, সাং-নিশ্চিন্তপুর, থানা-ফুলবাড়িয়া,জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করে এবং ২০.১০ ঘটিকায় পরিত্যক্ত অবস্থায় ২৫ বোতল (২৫০০ মিলিঃ) ফেন্সিডিল উদ্ধারপূর্বক জব্দ করে।
৩। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।