শুক্রবার দিবাগত রাতে ওই ট্রাফিক পুলিশ সদস্যকে ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামানের নির্দেশে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা উত্তর ট্রাফিক বিভাগ।
এর আগে শুক্রবার সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে ওই অটোরিকশা চালককে লোহার পাইপ দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠে ঢাকা জেলা উত্তর ট্রাফিক পুলিশের রেকার চালক সোহেল রানার বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, ফজলু মিয়া অটোরিকশা নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে যাওয়ার পথে ট্রাফিক পুলিশের রেকার চালক সোহেল রানা তাঁকে থামাতে চেষ্টা করেন। এ সময় তিনি অটোরিকশা না থামিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে সোহেল রানা তাঁকে ধাওয়া করে ধরে এবং লোহার পাইপ দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দেন।
পরে স্থানীয়রা আহত ফজলু মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনার পর অন্য অটোরিকশা চালকেরা রেকার চালকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।