বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার চাঞ্চল্যকর শিশু হত্যা মামলার আসামী মোঃ রাসেল মিয়া কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ মাজনুন “গল্পটা প্রেমের নয় প্রেমে পড়ার” ফুলবাড়িয়ায় দুই সাংবাদিককে পিটিয়ে আহত ময়মনসিংহ মহানগরীর রামবাবু রোড এলাকা থেকে নেশাজাতীয় Buprenorphine ইনজেকশনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ নজরুল বিশ্ববিদ্যালয়ে মাদক বিরোধী সচেতনতামূলক সভা ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা ময়মনসিংহ জিলা স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ত্রিশালে দখল-চাঁদাবাজিতে বেপরোয়া বিএনপির নেতাকর্মীরা সড়কজুড়ে খানাখন্দ ও ছোট বড় গর্তের কারণে, ভোগান্তির শিকার লক্ষাধিক মানুষ ময়মনসিংহে নগরীতে ফিলিং স্টেশনে অগ্নিকান্ডে হতাহত পরিবারা দের লাখ টাকা সহায়তা পেল

যে গ্রামের বাসিন্দা মাত্র দুই জন

স্টাফ রিপোর্টার : হেমন্ত টিভি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৩৬ টাইম ভিউ :
যে গ্রামের বাসিন্দা মাত্র দুই জন
যে গ্রামের বাসিন্দা মাত্র দুই জন

সাধারণত আমারা জানি কয়েকটি বাড়ি নিয়ে একটি পাড়া, আর কয়েকটি পাড়া নিয়ে একটি গ্রাম হয়ে থাকে। কিন্তু এমন একটি গ্রামের সন্ধান পাওয়া গেছে, যে গ্রামে শুধু একটিই বাড়ি, সেই বাড়িতে মাত্র দুইজনের বসবাস। ব্যতিক্রম এমন একটি গ্রামের খোঁজ মিলেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়।

যে গ্রামের বাসিন্দা মাত্র দুই জন

যে গ্রামের বাসিন্দা মাত্র দুই জন

ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে একটি গ্রামের নাম উমানাথপুর গ্রাম।যে গ্রামে একটি মাত্র ঘর দুজন লোক বসবাস করে। উমানাথপুর মৌজায় অবস্থিত বাড়িটিতে বসবাস করেন একেএম সিরাজুল ইসলাম ও তার স্ত্রী মানোয়ারা বেগম। ১৯১৬ সালে তৎকালীন ব্রিটিশ আমলে স্থানীয় উমানাথ চৌধুরীর নামানুসারে গ্রামটির নাম রাখা হয় উমানাথপুর। কিন্তু তখন কোনো লোকের বসবাস ছিল না গ্রামটিতে। পরবর্তীতে ১৯৬৫ সালে পাকিস্তান শাসনামলে সিরাজুল ইসলামের, বাবা রমজান আলী বাড়িটি নির্মাণ করেন। রমজান আলী মারা যাওয়ার পর সিরাজুল ইসলাম তার একমাত্র ছেলে শরিফুল আলম ও এক মেয়ে ফাহিমা নাসরিন সুমিকে নিয়ে বসবাস করে আসছিলেন। তবে মেয়েকে খুলনা বিভাগে  বিয়ে দেন। আর ছেলে শরিফুল আলম চলতি বছরের জুলাই মাসে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। দুটি বিয়ে করেছিলেন ছেলে শরিফুল আলম। প্রথম স্ত্রীর শরিফুল মারা যাওয়ার অনেক আগেই ডিভোর্স হয়েছিল। প্রথম স্ত্রী তার এক সন্তান নিয়ে চলে যাওয়ার পর শরিফুল দ্বিতীয় বিয়ে করে। মারা যাওয়ার পর দ্বিতীয় স্ত্রীও চলে যান। তাই বর্তমানে সিরাজুল ইসলাম ও তার স্ত্রী মনোয়ারা বেগম গ্রামটিতে বসবাস করছেন।

 

 

একটি গ্রামের একটি বাড়িতে দুটি বসতঘর, একটি গোয়ালঘর আছে। একটি ছোট পুকুর ও একটি টয়লেট আছে,এ ছাড়াও বাড়ির আশপাশে রয়েছে নানা রকম গাছ পালা। বাড়িতে প্রবেশ করতে একটি আঁকা বাঁকা কাঁচা মেঠোপথ রয়েছে য়ার দুই ধারে সবুজের গেরা অপরূপ সুন্দর বিস্তীর্ণ মাঠ জুড়ে ধান রুপন রয়েছে। আর এই বাড়ি ঘিরেই উমানাথপুর গ্রাম। গ্রামটির পাশেই পশ্চিমে রয়েছে ব্রহ্মপুত্র নদ।

এবং এই গ্রামের উত্তরে রামগোবিন্দপুর, দক্ষিণে মমরেজপুর, পূর্বে উদয়রামপুর ও পশ্চিমে রামগোবিন্দপুর গ্রাম অবস্থিত। সিরাজ সরকারের নামে ২৩ শতক জমির ওপর বাড়িটি অবস্থিত। খোঁজ নিয়ে জানা যায়, এই ইউনিয়নে মোট গ্রামের সংখ্যা ৪৩ টি
বাড়িটি বাসিন্দা সিরাজ সরকার বলেন, ‘আমার বাবা সাবেক ইউপি সদস্য রমজান আলী সরকার ও ভাই মজিবুর রহমান সরকার । তাদের উত্তরসূরি হিসেবে পরিবারসহ এখন বসবাস করছি। বর্তমানে আমি ও আমার স্ত্রী গ্রামটিতে বসবাস করছি। একমাত্র ছেলে মারা যাওয়ায় পুত্রবধূ ও নাতিও চলে গেছে। নিজের কিছু জমিজমা চাষাবাদ করে ও উপজেলা সদরে সাবরেজিস্ট্রি অফিসে দলিল লেখক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করি। রাস্তাঘাট না থাকায় অন্যের জমির আইল দিয়ে বাড়িতে প্রবেশ করতে হয়।

যে গ্রামের বাসিন্দা মাত্র দুই জন

যে গ্রামের বাসিন্দা মাত্র দুই জন

একে এম সিরাজুল ইসলাম বলেন
তার কোন চাওয়া পাওয়া নাই তবে তার চলার মত যে কাঁচা মেঠো পথটি রয়েছে ওই রাস্তাটি যেন সরকার পাকা করে দেয় যাতে বৃষ্টির সময় রাস্তা দিয়ে চলাচল করা যায়।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার বলেন, ‘উমানাথপুর গ্রামটি আমাদের ঈশ্বরগঞ্জের ঐতিহ্য। আমরা ইতোমধ্যে গ্রামটি নিয়ে কাজ শুরু করেছি। খুব দ্রুতই গ্রামটিতে ভালোভাবে যাতায়াত করার জন্য সরকারি প্রকল্পের মাধ্যমে রাস্তার উন্নয়নে কাজ করব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


All rights © 2024 ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Esaitbd Soft Lab- UAE/BD