ফুলপুর তারাকান্দা হালুয়াঘাট উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর আবদুল্লাহ মোঃ ইব্রাহিম বলেছেন কোন ধরনের বিশৃঙ্খলা সন্ত্রাস নৈরাজ করা হবে না , অভিযোগ পেলে এ সব অপরাধ কঠোর হস্তে দমন করা হবে। আজ সোমবার ফুলপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন ফুলপুরের পরিস্থিতি অনেকাংশে ভালো তা বজায় রাখতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা অভিযান অব্যাহত আছেও বলে জানান তিনি। আইনশৃঙ্খলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে সবাই কমিটির সদস্যবৃন্দ ও উপস্থিত ছিলেন।এসময় আরও উপস্থিত ছিলেন সরকারি কমিশনার (ভূমি)মোঃ মেহেদী হাসান ফারুক, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাদি, সমাজ সেবা অফিসার মোঃশিহাব উদ্দিন খান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।