রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার চাঞ্চল্যকর শিশু হত্যা মামলার আসামী মোঃ রাসেল মিয়া কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ মাজনুন “গল্পটা প্রেমের নয় প্রেমে পড়ার” ফুলবাড়িয়ায় দুই সাংবাদিককে পিটিয়ে আহত ময়মনসিংহ মহানগরীর রামবাবু রোড এলাকা থেকে নেশাজাতীয় Buprenorphine ইনজেকশনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ নজরুল বিশ্ববিদ্যালয়ে মাদক বিরোধী সচেতনতামূলক সভা ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা ময়মনসিংহ জিলা স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ত্রিশালে দখল-চাঁদাবাজিতে বেপরোয়া বিএনপির নেতাকর্মীরা সড়কজুড়ে খানাখন্দ ও ছোট বড় গর্তের কারণে, ভোগান্তির শিকার লক্ষাধিক মানুষ ময়মনসিংহে নগরীতে ফিলিং স্টেশনে অগ্নিকান্ডে হতাহত পরিবারা দের লাখ টাকা সহায়তা পেল

যশোরে সবজি বিক্রেতাকে লক্ষ্য করে পুলিশ সদস্যের গুলি

রিপোর্টারের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১৮৬ টাইম ভিউ :
যশোরে সবজি বিক্রেতাকে লক্ষ্য করে পুলিশ সদস্যের গুলি
যশোরে সবজি বিক্রেতাকে লক্ষ্য করে পুলিশ সদস্যের গুলি gun in night

যশোরের ঝিকরগাছায় রিকন হোসেন নামে এক পুলিশ কনস্টেবল বিরুদ্ধে এক ব্যক্তিকে পিটিয়ে আহত ও গুলি ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। তবে জনতার বাধার মুখে পুলিশ সদস্যের ছোড়া গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার শিওরদাহ বাজারে এ ঘটনা ঘটে।

আহত রিপন হোসেন শিওরদাহ গ্রামের মতিয়ার রহমানের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত পুলিশ কনস্টেবল রিকন হোসেনকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী তুষার ইমরান জানান, কনস্টেবল রিকন সকালে মোটরসাইকেল মেরামত করতে শিওরদাহ বাজারে সুমনের দোকানে আসেন। সুমনের অনুপস্থিতে পাশের তরকারি বিক্রেতা রিপন ওই কনস্টেবলকে মোটরসাইকেল নাভারণে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এতে ক্ষিপ্ত হয়ে রিপনের ওপর লাঠি নিয়ে হামলা চালায় রিকন। একপর্যায়ে তিনি গুলি করেন। এ সময় স্থানীয়দের বাধার মুখে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। পরে রিকন শিওরদহ ফাঁড়িতে চলে যান।

গ্রামপুলিশ সুকুমার দাশ জানান, ফাঁড়িতে গিয়ে অস্ত্র তাক করে রেখেছিলেন কনস্টেবল রিকন। পরে ঝিকরগাছা থানা থেকে দুজন পুলিশ সদস্য এলে তাদেরকেও গুলি করার হুমকি দেন তিনি।

শিওরদাহ গ্রামের এসএম সরদার বলেন, ‘পুলিশ সদস্য রিকনের সঙ্গে এ এলাকার মাদকসেবীদের সখ্যতা রয়েছে। প্রায়ই মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেন রিকন।’

এ ব্যাপারে যশোর সহকারী সিনিয়র পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত-আল নাহিয়ান বলেন, ‘অভিযুক্ত পুলিশ কনস্টেবল রিকন হোসেনকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


All rights © 2024 ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Esaitbd Soft Lab- UAE/BD