ময়মনসিংহে যুব ফোরাম ও নাগরিক ফোরামের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতির অতীত, বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক শান্তি-সম্প্রীতি সেমিনার এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) তারিখ ময়মনসিংহ যুব ফোরাম এবং জেলা নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে ময়মনসিংহ জেলা শহরের জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে যুব সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ০২:০০ ঘটিকার সময় সাম্প্রদায়িক সম্প্রীতির অতীত, বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক শান্তি-সম্প্রীতি সেমিনার অনুষ্ঠিত হয়।
স্বাবলম্বী উন্নয়ন সমিতির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক জনাব স্বপন কুমার পাল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ইউসুফ আলী, এডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার, ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফুর রহমান, মুফতী, ইতেফাকুল ইসলাম, মোমেনশাহী। ইমান মহারাজ, সনাতন ধর্ম প্রতিনিধি, রামকৃষ্ণ মিশন, ময়মনসিংহ। কামাল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ঈশ্বরগঞ্জ উপজেলা। অমিত রায়, সাধারণ সম্পাদক, প্রেসক্লাব,ময়মনসিংহ। রাজু আহমেদ, উপ-পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, ময়মনসিংহ। তাহমিনা নাসরিন, সমাজসেবা কর্মকর্তা, ময়মনসিংহ। মমতাজ জাহান, সহকারী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ।জনাব রাবেয়া বশরী, সমন্বয়কারী, আস্থা প্রকল্প, শুভেচ্ছা জানান রেবেকা সুলতানা, সদস্য, ময়মনসিংহ জেলা নাগরিক প্ল্যাটফর্ম।
এরপর বিকাল ০৩:৩০ ঘটিকার সময় থেকে স্থানীয় এবং জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে সঙ্গীতানুষ্ঠান শুরু হয়ে এবং শেষ হয় সন্ধ্যা ০৭:০০ ঘটিকার সময়। দ্বিতীয়ার্ধের অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জনাব ইমন সরকার, জেলা সমন্বয়কারী, ময়মনসিংহ। এরপর সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।